আমাদের কথা খুঁজে নিন

   

যে রাত ছিলাম মডু

//

নিম্নবুদ্ধিধারীদের এই পোস্টে না ঢুকাটাই শ্রেয়। ফোনটা কিছুটা অপ্রত্যাশিত হলেও হকচকিয়ে পড়লাম না। কারন দুয়েকদিন ধরে গুজবটা আমি শুনে আসছিলাম। কথা হল খুব সংক্ষেপে- আজিব পোলা বলছেন? জ্বী, কেমন আছেন? ভাল। আপনি তো জানেন আমাদের টিমটা খুব ছোট কিন্তু এখন কাজের চাপ বেড়ে যাওয়ায় আমরা হাফিয়ে উঠছি তাই আপনার হেল্প প্রয়োজন আমাদের।

আপনার যদি আপত্তি না থাকে তবে আমি চাই আপনি আমাদের সাথে যোগ দিন। মনে মনে বলি আপত্তি! আরে আমিতো আসমানের চাদ হাতে পেয়ে গেছি। কিন্তু একটু ভাব ধরে বললাম, ঠিক আছে আমি একটু ভেবে আপনাকে জানাচ্ছি। ফোনটা রেখে হুররে হুররে করে কতক্ষন লাফালাম। একটু পরেই ফোন দিয়ে বললাম, আমার আসলে তেমন একটা ইচ্ছা ছিল না কিন্তু আপনি যখন বলছেন তখন না করি কিভাবে? প্রথম দুদিন সব কাজ বুঝিয়ে দেওয়া হল।

সারারাত জেগে থাকি আমি আর খাই বউয়ের ঝাড়ি। তৃতীয়দিন রাত১ টা- ফোন এল কাজ শুরু করার জন্য। প্রথমেই ব্লগে ঢুকে দেখি আমার চিরশত্রু কালা আক্কাস্যা একটি পোস্ট দিছে কোন কথা না বলেই প্রথম চাকুটা বসালাম তার ঘাড়ে। ঘ্যাচাত! সাথে উপহার দিলাম ব্যাক্তি আক্রমণাত্বকের। এর পর নোটিফিকেশনগুলো চেক করতে বসলাম।

রাত ২টা- মাথা গ্রম!২৮৯টা নোটিফিকেশন!!! প্রথমেই চোখ বুলালাম ইউজার প্রবলেম এর উপর। একজন বলেছে সে বাংলা লেখলে ইংরেজি আসে কেন? মেজাজটা কেমন হয় বলেন ত? আরেকজনের বলছে "প্রিয় মডু আশা করি আপনি আপনার বউ সন্তান নিয়ে সুখে আছেন কিন্তু আমি সুখে নাই। আমাকে সাদা কালাম তার ব্লগে ব্লক করে রেখেছে তাই আমি মাইনাস দিতে পারছি না। আমার শরীর জ্বলতেছে একটা কিছু করেন। " এমন আবাল জীবনে দেখি নাই তরে কে কার ব্লগে ব্লক করে রেখেছে তাতে আমি কি করব? জাহান্নামে যা বেটা! এরপরের একই ধাচের৮০টা কমপ্লিন দেখে নড়েচড়ে বসলাম।

তারা বলেছে তাদের পোস্টের হিট কাউন্ট হচ্ছে না এবং অটো লগআউট হয়ে যাচ্ছেন। রিপ্লাই দিলাম,সুপ্রিয় ব্লগার আপনার সমস্যাটি আমাদের টেকনিক্যাল টিম দেখছে এবং খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে। মনে মনে বলি, এই সমস্যা গত বিশদিন ধরে দেখেও কিছুই করতে পারছে না টিম। কবে যে পারবে তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। রাত ৩টা-পোস্ট কমপ্লিন দেখা শুরু করলাম।

এক ব্লগার তার যাবতীয় আবেগ অশ্রু তুলে ধরে বলেছে "মাননীয় মডু মাহে রমজানের শুভেচ্ছা নিন। আপনার চোখ যে কানা তার প্রমাণ আরেকবার ঠের পেলাম। (আমি যে চোখে কম দেখি ঐ বেটা ঠের পেল কিভাবে? কিছুই বুঝলাম না)ব্লগার হাওরের তিমি তার সকল পোস্ট আমার কাছ থেকে চুরি করে নিয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। অ্যা অ্যা।

মনে মনে বলি, আরে বেটা সে তোর লেখা কপি করছে বুঝলাম কিন্তু তুই যে জীবনানন্দ দাশেরটা মেরে দিলি তা কে বলবে? এমন ধাচের ২৫টা কমপ্লিন। মেজাজ চম্র গম্র। চা খাওয়ার দরকার কিন্তু ঘুমন্ত বউকে একথা বললে জুতাপেঠা মিস হওয়ার সম্ভবনা খুবই কম। এর পরের ৩০ টা কমপ্লিন কেন পত্রিকা থেকে কপিপেস্ট করা হলো। এর মাঝে ১৭ টা কমপ্লিন একই ব্যাক্তির বিভিন্ন নিক থেকে করা।

মনে মনে বলি তোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে? রাত ৪টা- ওরে বাপরে! ধর্ম অবমাননার অভিযোগ! তাও একটা দুটা না ১৫২ টা! খায়ছে কিছু না করলে ত আমি শেষ। ঘ্যাচাত ঘ্যাচাত করে কাঠতে লাগলাম। রাত ৫টা- মাথাটা পুরো ঘুরে গেল। কড়া নাস্তিক সেজে এক নিক থেকে পোস্ট দিয়ে কড়া আস্তিক নিক থেকে শুধু কমপ্লিন নয় সাথে ঐ পোস্টের বিরুদ্ধে পোস্টও দিয়েছে। এইসব হচ্ছে কি? কে আস্তিক? কে নাস্তিক? হঠাৎ হাসি পেল মনে পড়ল মহান এক বানী, ব্লগ মানে বিনোদন।

বিনোদন নাও বিনোদন দাও। হাসতে হাসতে গড়াগড়ি দিতে লাগলাম। হঠাৎ পিঠে কিসের যেন আঘাত পেলাম। সাথে চেচামেচি, মিনসে সারাদিন ঘুমিয়ে সারারাত জেগে আমার ঘুম হারাম করছ! আজকে তর একদিন কি আমার একদিন। ওরে ঝাড়ুপেঠারে! দরজা খুলে লাগালাম দৌড়।

ভোর ৫.৩০- বউ এর মোবাইলে ফোন করতে করতে হাতব্যাথা করতে লাগল। কেবা ধরে কেবা শুনে আমার দু:খ। চোখ বন্ধ করে নাস্তিক আস্তিকদের গালিগালাজ করতে লাগলাম। *লারা তোদের জন্য আজ শেষ রাতে বিছানা ছেড়ে বাইরে হাটি। এমন সময় বাশির শব্দ শুনে হকচকিয়ে সামনে থাকালাম।

খাকি পোশাক পড়া দুই জনকে সামনে দেখে দরদর করে ঘাম পড়তে লাগল আমার। কিরে *লা সারারাত মদগান্জা খেয়ে মানুষের মা বোনরে গালি দেস? চল থানায়। সকাল ৬.৩০- হাজতে বসা। রিং বাজতে লাগল একঠানা। ফোন ধরতেই, কি পেয়েছেন আপনি? ব্লগের পরিস্থিতি চরম নাজুক আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? পেয়েছেন টা কি? উল্টো এক ঝাড়ি দিয়ে বসলাম, কিসের ব্লগ? হ্যা! এরপর কান্না, আমি আর মডুগিরি করব না।

অ্যা অ্যা অ্যা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।