আমাদের কথা খুঁজে নিন

   

পারাপার বিঘ্নিত, মাওয়ায় যানজট

পদ্মায় প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এই নৌপথের ১৬টি ফেরির মধ্যে ১২টিই বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ৪টি বড় ফেরি দিয়ে রাতে কোনোক্রমে পারাপার চলে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ঢেউ কমে এলে বুধবার সকাল ৭টার দিকে সবগুলো ফেরি চলাচল শুরু করে।
তবে অধিকাংশ ফেরি দীর্ঘ সময় বন্ধ থাকায় দুই ঘাটেই কয়েকশ যানবহন আটকা পড়ে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঘুচাপের কারণে ছোট আকারের ডাম্প ও ফ্ল্যাট ফেরিগুলো রাতে চালানো সম্ভব ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে শুধু দুটি রো রো ফেরি এবং দুটি কে-টাইপ ফেরি চলাচল করেছে।”
তিনি জানান, পদ্মা কিছুটা শান্ত হওয়ায় সকাল থেকে ফেরির পাশাপাশি লঞ্চ, স্পিড বোটসহ অন্যান্য নৌযানও চলাচল করছে। ফলে যানজটও কমতে শুরু করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।