আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে ঘরমুখো মানুষের যুদ্ধ শুরু

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষের যুদ্ধ শুরু হচ্ছে। এরই মধ্যে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে ভিড় জমাতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এখনো বাড়তি সার্ভিস চালু হয়নি। তবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিটি বিক্রি। বাস মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে আজ বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

তবে অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না বলে মালিক সমিতির অভিমত। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করবে। অভিযোগ রয়েছে, প্রতি বছরই ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। টিকিট থাকলেও বিক্রি হয়ে গেছে বলে যাত্রীদের জানানো হয়। পরে তা কালোবাজারি চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকায় বিক্রি করা হয়।

এ বছরও বাড়ি ফিরতে চরম ভোগান্তির আশঙ্কা করছেন অনেকে। এ প্রসঙ্গে বাস মালিক সমিতির নেতা সালাহ উদ্দিন শীর্ষ নিউজ ডটকমকে জানান, এবার এ ধরনের কোন সুযোগ থাকবে না। ঘরমুখো মানুষের ঝুঁকি কমাতে র‌্যাব-পুলিশের বিশেষ দল মাঠে থাকবে। পাশাপাশি বাস সমিতির লোকজনও মোতায়েন থাকবে কাউন্টারে। ঈদ ছাড়া অন্য সময় যাত্রী কম থাকায় অনেক বাস কোম্পানি টিকিটের দাম কম নেয়।

কিন্তু ঈদে যাত্রী বেশি থাকার কারণে সে সুযোগ থাকবে না। টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ঈদের কয়েক দিন আগ থেকেই বিআরটিসির অতিরিক্ত বাস নামানো হবে বলে জানা গেছে। অপরদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩১ আগস্ট থেকে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

টিকিটের দাম বৃদ্ধি ও বাড়তি সার্ভিসের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুরসহ রাজশাহী, লালমনিরহাট, খুলনা অঞ্চলে কিছু স্পেশাল ট্রেন চলবে বলে রেল সূত্রে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ে কমলাপুরের সহকারী পরিবহন কর্মকর্তা মিজানুর রহমান শীর্ষ নিউজ ডটকমকে জানান, ট্রেনের টিকিটের দাম বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ঈদের পর আরো দুই দিন।

ঈদে নৌপথে ১৫টি রুটে অতিরিক্ত লঞ্চ চলাচল করবে। রুটগুলো হলো- ঢাকা, বরিশাল, পটুয়াখালী, হুলারহাট, ভোলা, লালমোহন, চাঁদপুর, বরগুনা, মাদারীপুর, বঙ্গবালী, আমতলী, কালাইয়া ও ঝালকাঠি। এসব রুটে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না বলে লঞ্চ মালিক সমিতি জানিয়েছে। সদরঘাট নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সিনিয়র উপ-পরিচালক আলী সিদ্দিকী জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। শিমুল বিল্লাল, ২৫ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষের যুদ্ধ শুরু হচ্ছে।

এরই মধ্যে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে ভিড় জমাতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এখনো বাড়তি সার্ভিস চালু হয়নি। তবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিটি বিক্রি। বাস মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে আজ বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না বলে মালিক সমিতির অভিমত।

সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করবে। অভিযোগ রয়েছে, প্রতি বছরই ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। টিকিট থাকলেও বিক্রি হয়ে গেছে বলে যাত্রীদের জানানো হয়। পরে তা কালোবাজারি চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকায় বিক্রি করা হয়। এ বছরও বাড়ি ফিরতে চরম ভোগান্তির আশঙ্কা করছেন অনেকে।

এ প্রসঙ্গে বাস মালিক সমিতির নেতা সালাহ উদ্দিন শীর্ষ নিউজ ডটকমকে জানান, এবার এ ধরনের কোন সুযোগ থাকবে না। ঘরমুখো মানুষের ঝুঁকি কমাতে র‌্যাব-পুলিশের বিশেষ দল মাঠে থাকবে। পাশাপাশি বাস সমিতির লোকজনও মোতায়েন থাকবে কাউন্টারে। ঈদ ছাড়া অন্য সময় যাত্রী কম থাকায় অনেক বাস কোম্পানি টিকিটের দাম কম নেয়। কিন্তু ঈদে যাত্রী বেশি থাকার কারণে সে সুযোগ থাকবে না।

টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ঈদের কয়েক দিন আগ থেকেই বিআরটিসির অতিরিক্ত বাস নামানো হবে বলে জানা গেছে। অপরদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩১ আগস্ট থেকে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। টিকিটের দাম বৃদ্ধি ও বাড়তি সার্ভিসের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুরসহ রাজশাহী, লালমনিরহাট, খুলনা অঞ্চলে কিছু স্পেশাল ট্রেন চলবে বলে রেল সূত্রে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ে কমলাপুরের সহকারী পরিবহন কর্মকর্তা মিজানুর রহমান শীর্ষ নিউজ ডটকমকে জানান, ট্রেনের টিকিটের দাম বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ঈদের পর আরো দুই দিন। ঈদে নৌপথে ১৫টি রুটে অতিরিক্ত লঞ্চ চলাচল করবে।

রুটগুলো হলো- ঢাকা, বরিশাল, পটুয়াখালী, হুলারহাট, ভোলা, লালমোহন, চাঁদপুর, বরগুনা, মাদারীপুর, বঙ্গবালী, আমতলী, কালাইয়া ও ঝালকাঠি। এসব রুটে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না বলে লঞ্চ মালিক সমিতি জানিয়েছে। সদরঘাট নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সিনিয়র উপ-পরিচালক আলী সিদ্দিকী জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।