আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলায় নিহত কয়েক শ

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সরকারি সেনাবাহিনীর ব্যাপক রাসায়নিক বোমা হামলায় কয়েক শ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারবিরোধী যোদ্ধারা।

বিদ্রোহীদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, সেনারা আজ বুধবার সকালে গাওতাত এলাকায় বিষাক্ত পদার্থে ভরা রকেটের হামলা চালায়। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিদ্রোহীদের এ দাবি ভিত্তিহীন এবং জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের প্রভাবিত করতেই এ ঘটনা সাজানো হয়েছে।

সরকারবিরোধী উপদলগুলোর জোট দাবি করেছে, আজকের হামলায় অন্তত সাড়ে ছয় শ মানুষ মারা গেছে। বিদ্রোহীরা বলছে, সরকারি সেনারা ইরবিন, দুমা ও মুয়াদমিয়াদ শহরেও হামলা চালিয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.