আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ বিদেশে একাকী



আমি বিদেশে একাকী সব ছেড়ে থাকি কিছু কষ্ট কিছু হতাশা কিছু বেদনা আর কিছু আশা। আপন থেকে কষ্ট সব স্বপ্ন করে নষ্ট অসজ্য মনে হয় বেঁচে থাকা জীবনের সরলপথ হয় আকাবাকা। তাই বিদেশে একাকী নিঃসংগ থাকি নিয়ে বেঁচে থাকার নতুন আশা অচেনার মাঝে বেধে বাসা। আমি বিদেশে একাকী সব ছেড়ে থাকি কিছু কষ্ট কিছু হতাশা কিছু বেদনা আর কিছু আশা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।