আমাদের কথা খুঁজে নিন

   

'মহাসেন' এবং আমাদের আবহাওয়া অফিস....

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। আজ এক ছোটভাইয়ের মুখে শুনলাম... সে আবহাওয়া অফিসে গীয়েছিল। ওখানকার কর্মকর্তারা নাকি মিডিয়ার ওপর খুব নাখোশ। তাদের বক্তব্য, মিডিয়া মহাসেন-কে বেশি ফোকাস করছে।

তারা বলতে চায়, মহাসেন নাকি কোনো প্রভাবই ফেলবে না বাংলাদেশে। আবহাওয়া অফিস নিয়ে খুব সুন্দর একটা গল্প প্রচলিত আছে, 'তারা বৃষ্টি হবে বললে, রোদ হয়, রোদ বললে হয় বৃষ্টি। আমরা আশা করি অন্তত এবার তাদের বক্তব্যটা সত্য হোক। তাহলে আমাদের উপকূলীয় অধিবাসীরা সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। ।

। ভারতের সেই রাম সেন, লক্ষণ সেন, মোট কথা টোটাল সেন বংশ কালের গর্ভে হারিয়ে গেল। কোথাকার কোন মহাসেন এসে বাঙ্গালীকে নাস্তানাবুদ করে দিচ্ছে। এটা কোনো কথা হলো.? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।