আমাদের কথা খুঁজে নিন

   

দ্য গ্রেট গ্রেট কালের কণ্ঠ। পর্ব-২

যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
গতকালই একটা পোষ্ট দিসিলাম। আজকে আরেকটা দিলাম। ঘটনা সেই একই। নিউজে মারাত্মক রকমের ভুল।

এক দিনে হয়তো কারও বিশ্বাস হয় না। একজন তো আমারে কালের কণ্ঠের বিরুদ্ধে কারও কাছ থেইক্কা ট্যাকা খাইয়া লেখতেসি পর্যন্ত কৈলো! কিন্তু আমি কি কালের কণ্ঠের বিরুদ্ধে লেকতেসি? মানুষের চ্রম ভুল ধরায়ে দেওয়াটাও খ্রাপ। যদিও আমি নিজেরে পণ্ডিত বৈলা মনে করি না। স্থুল ভুল নং-১ ========= ফ্রান্স, ইতালি এই দুইটা দেশ কি আফ্রিকায় নাকি এশিয়ায়? ভুইল্যা গেসি ফডুকটা বড় কৈরা ৫ নং প্যারার ৬ নং লাইনটা দেখেন। পারলে পুরা প্যারাটা পৈড়া দেখেন।

কি বুঝলেন? স্থুল ভুল নং-২ ========= হাতের কাছে কালের কণ্ঠ আছে? থাকলে দেখতে পারেন, খেলার শেষ পৃষ্ঠায় নিচের দিকে "নিজের চরকায় তেল দাও" অংশে লিখা আছে, "বাটকে একহাত নেওয়ার পর অবশ্য নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান ফিরলেন ওভাল টেস্ট প্রসঙ্গে। ওভালের ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানরা যে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে, সেটাই উল্লেখ...." অ্যান্ডি ফ্লাওয়ার নাকি নিউজিল্যান্ডের পিলিয়ার আছিলেন!! (ওয়েব সাইটে নিউজ পাল্টায়া ফেলসে। সেইজন্যে হাতের কাছে কাক থাকলে দেখতে কৈসি। ওরা সাইটে লেখা পাল্টায়, কিন্তু পেপারে কিসসু করে না। সব ভুল ঠিক কৈরা ফেলসে, শুধুমাত্র জিদানেরটা ছাড়া।

আইজকাও রজার ফেদেরারের কথা লিকসিলো, সে নাকি ১৭টা গ্র্যান্ডস্ল্যাম জিতসে! অথচ এখন পর্যন্ত জিতসে ১৬টা। ) ঠিক করসি, আগামী কাল থেইক্যা নিউজ পেপারেরই ফডুক তুইল্যা পুষ্টামু।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।