আমাদের কথা খুঁজে নিন

   

অ-কবিতাঃ বৃষ্টি এলেই আমি ফেটে যাই । লালচে ইট অনেক দিনের শেউলা মাখানো বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায় তাকে আমি প্রেমে পড়ে যাই বৃষ্টির বৃষ্টি আমার প্রেমে পড়ে কিনা আমি আদৌ জানিনা টিপটিপে চোখ আর বোচা নাকওইয়ালা মেয়েটার পার্লারের সাইনবোর্ডটাও ভিজে জবজব হয়ে যায়

লেখালেখি শিখি আগে! লালচে ইট অনেক দিনের শেউলা মাখানো বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায় তাকে আমি প্রেমে পড়ে যাই বৃষ্টির বৃষ্টি আমার প্রেমে পড়ে কিনা আমি আদৌ জানিনা টিপটিপে চোখ আর বোচা নাকওইয়ালা মেয়েটার পার্লারের সাইনবোর্ডটাও ভিজে জবজব হয়ে যায় আমারো ইচ্ছে করে খুব ভিজে যাই, ভিজে জবজব হয়ে যাই । বুকের ভিতরটার যেইখানে গ্রীষ্মের খড়তাপে ফেটে চৌচির সেই খানেও ভিজাই বৃষ্টি তাকে ভিজাবে কিনা আমি আদৌ জানিনা । বৃষ্টিস্নাত এই শহরে যে রাধিকা হেটে যায় মেডইন চাইনা লিখা ছাতা ফুটিয়ে তারও নাকি ইচ্ছে করে ভিজতে খুব সেউ নাকি বাসায় ফিরে জানালার থাই ভাঁজ করে হাত বাড়ায় বৃষ্টি ছুতে, প্রেম ছুতে, কিংবা আল্লাধে আটখানা হয়ে আমারো ইচ্ছে করে আল্লাধী হয়ে যাই রাধিকার হাত ধরে খুজে ফিরি প্রেম , আমার প্রেম আসেনা, আমার ঘুম আসেনা , আমি ফেটে যাই , বৃষ্টি এলেই আমি ফেটে যাই...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।