আমাদের কথা খুঁজে নিন

   

রাহবার

www.adityaanik.com

রাহবার আদিত্য অনীক খামোশ!!!! আরশের ওপার থেকে ভেসে এলো এক গায়েবী আওয়াজ, লোকটা থেমে গেল। সাথে সাথে তার শরীর ঘেষে চলে গেল এক ধাবমান গাড়ী। অল্পের জন্য বেঁচে বুকে ফুঁ দিয়ে লোকটা আবার চলতে লাগলো। আবার সেই জলদ গম্ভীর কন্ঠ, “থামো” থেমে গেল লোকটা। সামান্য দুরে বিকট শব্দে বোমা ফেটে পড়লো।

অল্পের জন্য বেঁচে গিয়ে আবার চলা । আবার সেই হুসিয়ারী কন্ঠ। আবার থেমে পড়া। সাই-সাই করে বুলেট কানের পাশ কেটে চলে গেল। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বারবার জীবন ফিরে পেয়ে কৃতজ্ঞ চিত্তে আপ্লুত কন্ঠে লোকটা বললো, কে আপনি ? বারবার আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনছেন? দর্পিত কন্ঠ বললো “আমি স্বর্গীয় দূত, তোমার রাহবার; বিপদ থেকে তোমাকে সাবধান করাই আমার কাজ।

” লোকটা দাত কিড়মিড় করে বললো, “আমি যখন ইউরোপ- এ্যামেরিকা ছেড়ে হত-দরিদ্র দেশে জন্ম নিচ্ছিলাম তখন তুই কোন্ নরকে ছিলি হারামজাদা?”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।