আমাদের কথা খুঁজে নিন

   

আমি যখন মিথিলা জামান

পরাঞ্জয়ী...

সার নেইমটা পাল্টাব না এরকমই ছিল সদিচ্ছা! কিন্তু কি আর করা! ঈদ উপলক্ষে জামাইয়ের গিফোট পাওয়ার পর সার নেইম না পাল্টাইলে বুইড়াটার উপর বড় অবিচার করা হয়ে যায়! যা বলছিলাম। মাসক্কালি কিনলাম একটা। আমার জামাই খুঁজে স্লীভলেস আর আমি খুঁজি ফুল স্লীভ! অবশেষে আমারই জয় হইল! ডাবল-ফুল স্লীভ(চূড়িদার) কিনলাম! বসুন্ধরা সিটির লেভেল -৩ ছান মাইরা খুইঁজা পাইলাম অবশেষে আমার জামাইয়ের পছন্দের ডিস্কো সিস্কো ইয়ো ইয়ো মডারান মাসাক্কালি! আমি যত সিম্পল খুঁজি জামাই খুঁজে পার্টি ড্রেস। আমার জামাই আমারে রেম্প মডেল বানায়া ছাড়ব। দেশী-দশে সাদা কালো থেকে আরেকখান কিনলাম।

বড়ই সৌন্দর্য। যদিও জামাইয়ের ক্রেডিট কার্ডের তখন বেহাল দশা। বেচারা! না পারে সইতে, না পারে কইতে। হাজার হইলেও এক খান মাত্র বউ! গেলাম জুতা কিনতে। জামাই জুতা বাদ দিয়া স্যান্ডেল দেখে।

লক্কর ঝক্কর! মাইনষের জামাই চায় বুরখা পরাইতে আর আমার জামাই চায় বৌ রে মডেল বানাইতেআমি কই যামু!জামাই আমার শেষ পর্যন্ত স্যান্ডেল ই কিনলো। আলমাসে ঢুইককা আরেকবার জামাইরে তব্দা খাওয়াইলাম। জামাই ক্রেডিট কার্ডের দিকে তাকায় আর চেহারাডারে পুঁটি মাছের মত বানায়া ফ্যালে। আমি মনে মনে কই "আইজকা পাইছি তুমারে বুইড়া, পাকা চুলে জোয়ান বৌ লইয়া ঘুরবা, বুঝামু ঠেলাডা জামাই আমার টি-শার্ট দেখে, পাঞ্জাবী দেখে । দাম শুইনা উল্টা হাঁটে।

জুতা হাতে পইরা নাড়াচাড়া কইরা দেখে কিনে না। বৌরে দিতে দিতে বেচারার সব শেষ নিজে কি কিনব। ভাবতেছি জামাইরে একখান পাঞ্জাবী কিন্যা দিমু। কম দামে ভালো পাঞ্জাবী কই পাওয়া যায় একটু কইবেন ভাই ব্রাদাররা? ওহ আমার জামা তো দেখানো হয়নাই। নেন দেখেন.............. মাসাক্কালি সাদা-কালো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।