আমাদের কথা খুঁজে নিন

   

ভুল জন্মের মতো ভুল করে...

স্বপ্নবাজ

টুকরো টুকরো স্মৃতি জমানো কতো কথা, মনে অনেক ভীতি কতো শত ব্যাথা, ভুল জন্মের মতো ভুল করে তোমায় চাওয়া, অযাচিত ক্ষত কিছু সময়ের জন্য হাওয়া.... পুরনো বারান্দাতে পুরনো ইজিচেয়ার, নিঝুম সেই রাতে বদ্ধ ছিল দুয়ার, ভুল জন্মের মতো ভুল করে তোমায় চাওয়া, অযাচিত ক্ষত কিছু সময়ের জন্য হাওয়া.... নিস্তব্ধ মাঝরাতে নিজেকে লাগে একা, রোদজ্বলা প্রভাতে চারপাশ লাগে ফাঁকা, ভুল জন্মের মতো ভুল করে তোমায় চাওয়া, অযাচিত ক্ষত কিছু সময়ের জন্য হাওয়া.... © Razib Hasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।