আমাদের কথা খুঁজে নিন

   

দ্য গ্রেট গ্রেট কালের কণ্ঠ। পর্ব-১

যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
কালের কণ্ঠ নামক বসুন্ধরা গ্রুপের এই দৈনিক পত্রিকাটা যখন আসছিলো, তখন খুবি মজা লাগসিলো। কারণ হৈলো, প্রথম আলো'র মনোপলিটা কখনোই পছন্দ হৈতো না। তার উর্পে কালের কণ্ঠ বেশ ঠারেঠোরে শুরু করসিলো। শুরু ভালোই হৈসিলো, খ্রাপ না।

প্রথম আলোর কিছু হাম্বাদিক ভাগাইয়া নিয়া আর প্রথম আলোর শুরুর দিকের কিছু হাম্বাদিকরে নিয়া শুরু করসিলো। কিন্তু যত দিন যায়, ততই কালের কণ্ঠের উর্পে মেজাজটা বিলা হৈয়া যায়। কারণ, নিউজের ভুল। ভানাম্বুল বাদই দিলাম। কিন্তু নিউজের ভুল মাইন্যা লওন যায় না।

সোজা কথায় ইনফরমেশন ১০০% ভুল। এইটা কি কোন দৈনিক পত্রিকার কাজ? মেজাজটাই বিলা। আমি আবার খেলার পাতা ছাড়া আর কোনকিছু সাধারণতঃ পড়ি না। আমি খুব খেলাধুলা পাগ্লা কি না! তয় শুধুই টেনিস আর ফুটবল। কালের কণ্ঠের খেলার অংশ যে চাইর পৃষ্ঠা, এই জন্যেই ভালু লাগে।

কালের কণ্ঠের ভুলের শুরুটা আমার চোখে ধরা পড়া শুরু করসিলো টেনিস দিয়া। (যার যেইদিকে নজর! ) ৭-৫ গেমের ব্যবধানে জেতা সেটকে নাকি টাইব্রেকে জেতা সেট বলে! (বর্তমানে নতুন চালু হওয়া নিউজ চ্যানেল এটিএন নিউজও একই ভুল করে) উপরন্তু, এপ্রিল মাসে মাদ্রিদ ওপেন ২০১০ এর ফাইনালের রেজাল্টটাও পুরাই ভুল দিসিলো। ওয়েব সাইটে কমেন্টাইসিলাম, ছাপায় নাই। হালারা ডরপুক। পরথম আলু এই দিক থেকে বেশ আছিলো।

ওদের নিউজে ভুল থাকলে সেইটা ধরাইয়া দিলে কমেন্ট ছাপাইতো। যাউকগা, দিনে দিনে ভুলের পরিমাণ বাড়তেসে। ৬ দিন আগে খেলার পাতায় ভুল পাইসিলাম ৫ টা। তারপরের দিন ৩ টা। তারপরের দিন ৬ টা! মাঝের দুইদিন কয়টা পাইছিলাম, ভুলে গেসি।

কাইলকা যেইডা পাইসি, হেইডা দেখেন খালি একবার! বড় কৈরা দেখতে চান? এইখানে কিলিকান। মেইন খপড়টা এইখানে। বুইঝ্যা দেখেন তাইলে এইবার! ইব্রা নাকি রিয়ালে খেলে! তার উর্পে রিয়ালে খেইল্যা চিরশত্রু বার্সার হৈয়া ২৯ ম্যাচে ২১টা গোল দিসে! কৈ যাই!!! এগুলা পাগুল-ছাগুলের লিগ্যাই আমাগো দ্যাশের মিডিয়ার এই অবস্থা। আর কুন নিউজ পেপার আছে তেমন উল্লেখযোগ্যভাবে ভালো?? এ তো বাংলাদেশের মোবাইল অপারেটরদের হাল হৈসে! নাই কোন কোয়ালিটি! আরো ভুল আছিলো হয়তো, কাইলকা বেশি একটা পড়ি নাই। চান্দি হট হৈয়া গেসিলো।

বাই দ্য অয়ে, আইজকা আরেকটা ভুল পাইসি। লাষ্ট ইয়ারের ইউএস ওপেনে নাকি আর্জেন্টিনিয়ান হুয়ান মার্টিন দেল পোত্রো ফাইনালে রাফায়েল নাদালরে হারাইসিলো! রজার ফেদেরারকে নাকি সেমিফাইনালে হারাইসিলো। (নিউজটা কাকের সাইটে পুরাটা দেয় নাই এখনও) ওরে গাধার দল!!!! নাদাল এখন পর্যন্ত একবারও ইউএস ওপেনের ফাইনালে উঠতে পারলো না জন্যে আপসুস খাইতে খাইতে পেট ভরায় কি স্বপ্নে? হালার নিউজ পেপার। গুষ্ঠি কিলাই। এগুলা দেইখ্যা কেউ বিসিএস দিতে গেলে নির্ঘাত ডাবল গোল্লা পাইয়া ফেল করবে।

এইডা লিকতে লিকতে মেজাজটা আরো চ্রম বিলা হৈয়া গেলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।