আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন হার্ডডিস্ক এ ড্রাইভ

র গাছের

সাধারণত কোন ছোট আকারের ফাইল আমরা হাতের কাছে পেনড্রাইভ না থাকলে ই-মেইলের সাথে সংযুক্ত করে রেখে দেই। কিন্ত যখন কোন ২০ মেগাবাইটের গান কিংবা আরো বড় আকারের ছায়াছবি সংরক্ষণ করতে হবে ? সাথে কোন পেনড্রাইভ নেই। ভাবছেন কি করে এটিকে সংগ্রহে রাখা যায়। এরকম আকস্মিক সংরক্ষণ জায়গা বা বিনামূল্যে হার্ডডিস্কের মত কাজ করার একটি ওয়েবসাইট হলো এড্রাইভ (http://www.adrive.com/) এড্রাইভ নামের এই ওয়েবসাইটে বিনামূল্যে যেকোন ব্যবহারকারী ৫০ গিগাবাইট সংরক্ষণ করার জন্য জায়গা দেয়। এই জায়গায় ইচ্ছা করলে যেকোন মাইক্রোসফট অফিস ঘরানার ফাইলের পাশাপাশি অন্যান্য ডকুমেন্ট ফাইলও সংরক্ষণ করা যাবে অনায়াসে।

এমনকি ছবি রাখার পাশাপাশি গান ,ছায়াছবি সংরক্ষণ করা যাবে এখানে। তবে জায়গা কিন্তু ৫০ গিগাবাইটের মধ্যে হতে হবে। এই ওয়েবসাইট মোট তিন ধরনের প্যাকেজ রয়েছে ব্যবহারকারীদের জন্য। বেসিক,সিগনেচার এবং প্রিমিয়াম নামের তিন ধরনের একাউন্ট করা যাবে এড্রাইভে। তবে একমাত্র বেসিক প্যাকেজটি বিনামূল্যে উপভোগ করা যায়,বাকীগুলোর জন্য নির্দিস্ট পরিমাণ ডলার গুণতে হবে।

এছাড়া সবগুলো প্যাকেজে ফাইল অংশীদারী,ফোল্ডার সংরক্ষণ,ফাইল অনুসন্ধান করার সুবিধা পাওয়া যাবে এই সাইটে। এড্রাইভের আরেকটি সুবিধা হলো এখানে ইন্টারনেটে থাকা অবস্থায় কয়েক ধরনের ফাইল যেমন মাইক্রোসফট ওর্য়াড কিংবা ¯েপ্রডশিট সম্পাদনা করা যাবে জোহো প্রযুক্তির সহায়তায়। এছাড়াও ফাইল সংরক্ষণের ইতিহাস সরাসরি ওয়েবসাইট থেকে ব্যবহারকারীকে জানানো হয় নির্দিস্ট সময় ব্যবধানে। প্রিমিয়াম প্যাকেজে ডলান গুনতে হলেও এখানে ফাইল সংরক্ষণের জন্য জায়গা মিলবে ১ টেরাবাইট পরিমাণ। এড্রাইভে একাউন্ট খুলতে তেমন কোন বাড়তি ঝামেলা পোহাতে হবেনা।

শুধু একটি ই-মেইল ঠিকানা থাকতে হবে। কারণ একাউন্ট খোলার পর একটি নিশ্চিতকরণ মেইল ই-মেইলের ইনবক্সে পৌছে। এখন থেকে গান কিংবা ছায়াছবি আর কষ্ট করে পেনড্রাইভে নয় ,রাখুন ইন্টারনেটে। এতে যেমন আপনার হার্ডডিস্কের জায়গা বেঁচে যাবে তেমনি সুরক্ষিত থাকবে আপনার কাজের কিংবা বিনোদনের ফাইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।