আমাদের কথা খুঁজে নিন

   

কেন.....?

স্বপ্নবাজ

কেন তোমার চোখে এতো শুন্যতা? কেন মনের গভীরে এই অসারতা? কেন ওড়ে শকুন শেষপ্রহরে? অজানা অনুভূতি হৃদয় কোটরে, থালাভরা আজকের চাঁদ দূর আকাশে, পাশে হিংস্র দানব একাকী হাসে, খেতে চায় চাঁদটাকে ঝলসে আগুনে, নেই সূর্য্য এখন, অপেক্ষার বীজ বোনে... কেন তোমার ঘুমের মাঝে স্বপ্নখরা? কেন মাঝরাতে ঝরাও অশ্রুধারা? কেন চাওয়ার ধুলো উড়ে যায় দূরে? এখনো পথিক গায় গান সুরে-বেসুরে, থালাভরা আজকের চাঁদ দূর আকাশে, পাশে হিংস্র দানব একাকী হাসে, খেতে চায় চাঁদটাকে ঝলসে আগুনে, নেই সূর্য্য এখন, অপেক্ষার বীজ বোনে... কেন থাকো পূর্ণিমা রাতে একা বসে? কেন আঁকো রঙহীন ছবি পথের শেষে? কেন চাওয়ার মতো করে হয়না পাওয়া? ইচ্ছেমতো যখন খুশি আসা - যাওয়া, থালাভরা আজকের চাঁদ দূর আকাশে, পাশে হিংস্র দানব একাকী হাসে, খেতে চায় চাঁদটাকে ঝলসে আগুনে, নেই সূর্য্য এখন, অপেক্ষার বীজ বোনে... © Razib Hasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।