আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ সমাচার (রানী এবং প্রভা-অপূর্ব)

মেহরিন সাদিয়া সুমি
গুজব নয়, সত্যি! রানী মুখার্জির বিয়ের সানাই এবার বাজল বুঝি। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। দুর্গাপূজার পরপরই ঘরোয়া আয়োজনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কিন্তু বর কে? বিয়ের দিনক্ষণ জানা গেলেও বরের নাম এখনও জানা যায়নি। বিয়ে নিয়ে পাড়া-প্রতিবেশীসহ গোটা দেশের ভক্তদের ঘুম ভাঙলেও এ নিয়ে যেন কোনো উত্তাপ নেই রানীর।

কারণ তার বিয়ে নিয়ে গণমাধ্যমে এ পর্যন্ত অনেক মাতামাতিই হয়েছে প্রভা ও অপূর্ব অপূর্ব ও প্রভা হঠাৎ বিয়ে করে ফেললেন। গত ১৯ আগস্ট তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর সমকালের সঙ্গে নিজেদের অনুভূতি ভাগাভাগি করেছেন অপূর্ব ও প্রভা অপূর্বর কাছে প্রশ্ন বিয়ের অনুভূতি কেমন? অসাধারণ! আমাদের বিয়ের দিন সারাবেলা মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। বিকেলের দিকে রংধনুও ছিল। এ সবই আমরা উপভোগ করেছি।

সবাই আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সুখী হতে পারি। বিয়েটা কেন হঠাৎ হলো? সত্যি বলতে আমাদের করার কোনো কিছু ছিল না। বেশ কয়েক মাস হলো প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল। আরও অনেকদিন আগেই আমাদের বিয়েটা করার কথা ছিল। কিন্তু আমার প্রস্তুতি না থাকায় সেটা বারবার পিছিয়েছিল।

প্রভার কোন বিষয়গুলো ভালো লেগেছিল? ও অনেক স্পষ্টবাদী। এছাড়া অনেক সংসারী মেয়ে ও। মধুচন্দ্রিমায় যাচ্ছেন কবে? আমরা এখন মধুচন্দ্রিমার মধ্যেই তো আছি। তবে ঈদের পর দূরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে। আবার কাজ শুরু করবেন কবে থেকে? চলতি সপ্তাহ থেকেই।

কারণ ঈদের অনেক নাটকের কাজ এখনও শেষ হয়নি। সেগুলো অবশ্যই শেষ করতে হবে। প্রভার কাছে প্রশ্ন এখন কোথায়? ময়মনসিংহে অপূর্বর বন্ধুদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এখানকার সবাই আমাদের পেয়ে অনেক আনন্দ করছে। ভাবীরা আমাকে নিয়েই মেতে আছে।

তবে পরিবারের শূন্যতা খুব অনুভব করছি। দুই পরিবারের সবাই থাকলে এ আনন্দ পরিপূর্ণ হতো। বিয়ের অনুভূতিটা একটু শুনি। এতদিন একা ছিলাম, এখন একজন সঙ্গী পেলাম। আমাদের এ অনুভূতি অপূর্ব।

কে প্রথম ভালোবেসেছিল? আমরা একে অন্যকে পছন্দ করতাম। এটাও দু'জনই বুঝতাম কিন্তু কেউ কাউকে কখনও বলতে পারিনি। একদিন হুট করেই না বলা কথাটা বলেছি। আমিই প্রথম অপূর্বকে ভালোবেসেছিলাম। অপূর্বর কোন বিষয়গুলো ভালো লেগেছিল? ও অনেক যত্নবান।

রোজার ঈদে কোথায় থাকবেন? আমাদের ইচ্ছা দুই পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ঈদ উদযাপন করব।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।