আমাদের কথা খুঁজে নিন

   

অযথা.....যত্তসব



নতুন কিছু কি বলবো! বলবো না তো। তারপরও বলা। ‘কেমন আছো, ভালো আছি। তারপর সব খবর কি? সব ভালো তো! ’ অনর্থক কথামালা। দরকার কি এসবের।

ভালো আছি, ভালো থেকো, যথেষ্ট নয় কি? শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি! মোবাইল কোম্পানীকে বড়লোক বানানোর আর নতুন প্রয়াস না দেখালেও চলবে। বড়লোক বানানোর পথে আমাদের যেটুকু অনুদান দেবার ছিলো তা তো আমরা দিয়ে দিয়েছি। আর কেনো এই চেষ্টা! প্রতিযোগিতায় আমি টিকেছি কিনা, তাতো তোমার না জানলেও চলবে। আমার দিন কেমন কেটে যাচ্ছে তার উপর ভর করে কি তোমার দিন বসে থাকে? বসে যদি নাই থাকে তবে কেন অযথা নাটকের অংক রচনা! থাকতে দাও না, যেমন থাকতে চাই, কিংবা যেভাবে বাঁচার কথা আমি ভুলেই গিয়েছিলাম। হ্যা, আমি এভাবেই বাঁচতে চেয়েছিলাম।

বাঁচতে চাই আমি এভাবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।