আমাদের কথা খুঁজে নিন

   

ডিম পরোটার মায়াবী ঘ্রাণ অথবা হিজরত !!!



একটা সময় ছিল ঘুম থেকে উঠলেই ইবুর দোকানের ডিম-পরোটা ডাকতো । আলসেমীতে সকালটা পার না করার পেছনে এই ডাকারও মস্ত অবদান ছিল । আর রাত বারোটার পর পলাশীর মোড়ে দাঁড়িয়ে ডিম-পরোটার চেয়ে সুখাদ্য কিছুই পাওয়া যেতনা । আজো ভাবি সেই সব ফেলে আসা দিন-রাতের ছবি । দিনগুলো এভাবেই বদলে রাত আর রাতগুলো দিনে পরিণত হয় ।

আমাদের বয়স বাড়ে । আমরা এগিয়ে যাই ধীর পায়ে অবসর জীবনের দিকে । আমরা যারা রাজনীতি নামক দানবকে ঘৃণা করতে শিখেছি তারা চাই বা না চাই রাজনীতির দ্বারাই পরিচালিত হচ্ছে আমাদের ডিম পরোটার ঘ্রাণ । একদিকে মুলা অন্যদিকে মুগুর কোন দিকে যাবে বাছা ? কোন পথে মুক্তি ? মুক্তি একটি মাত্র পথেই -আর তা হলো মার এবং মর এরপর হারিয়ে যাও । হয় মার খেতে হবে অথবা মার দিতে হবে -দ্বিতীয় কোন পথ খোলা নাই আপনার কাছে ।

ধর্মও তো একধরনের রাজনীতি । ক্ষমতা দখলের প্রক্রিয়া । ধর্মের দিন শেষ । এসেছে নয়া জমানার নয়া দিশা-রাজনীতি । এতে আপনাকে দীক্ষা নিতেই হবে ।

নতুবা জগত থেকে পিছিয়ে পড়তে হবে আপনাকে । আপনি যদি ক্ষমতার পালাবদলে থাকতে না পারেন তাহলে সরকার এবং বিরোধী উভয় দলের কাছেই মার খাবেন । আর যদি থাকতে পারেন ক্ষমতার পাশাপাশি তাহলে একবার মার খেলেও আবার তা সুদে আসলে পরিশোধের সুযোগ পাবেন -রাজনীতি আপনাকে এই গ্যারান্টি দিচ্ছে । আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সামনের দিনগুলোয় সরকারী দল বিরোধী দলের সামনে দুটো পথ খোলা রাখবে । আর তাহলো হয় ডিম পরোটার ঘ্রাণ লও অথবা হিজরত কর এ তল্লাট থেকে -তৃতীয় কোন পথ খোলা থাকবেনা বিরোধী শিবিরের জন্য ।

না হলে যে পাপের প্রায়াশ্চিত্ব করতে হবে সুদে আসলে । কে নিবে এই ঝুকি ? সুতরাং সোজা পথেই এগুবে রাজনীতি । ডিম পরোটার ঘ্রাণ অথবা হিজরত । ধর্মের মাত্রাতিরিক্ত অপব্যবহারে একসময় এর যেমন বিকল্প তৈরী হয়েছে । তেমনি রাজনীতির অপব্যবহারের কারণেই মানুষ আজ এর বিকল্প উদ্ভাবনে সচেষ্ট ।

হয়তো কোন এক স্বৈরাচার এসে ঘোষণা করবে আজ থেকে রাজনীতি হারাম এ দেশে । সাথে সাথে তিনি রাজনীতির সাথে জড়িত সকলকে গণহত্যা চালিয়ে বিনাশ করবেন । দেশ হবে রাজনীতি মুক্ত । দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো স্ব-স্ব ক্ষেত্রের দিকগুলো সামলাবেন । দেশে কোন নির্বাচন হবেনা ।

রাজনীতির জন্য আজকের ফুলে ফেপে ওঠা দুর্ণীতি শিল্পটাও তখন থাকবেনা । স্বজনপ্রিতীর সুযোগও থাকবেনা । সব কিছু বন্ধ করা হবে কঠোর নিয়ম পালনের মধ্য দিয়ে । একটা নির্দিষ্ট সময় পর পর শুধু মেধার ভিত্তিতেই পরিবর্তন ঘটবে দেশ পরিচালনা সভার ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।