আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া: পাউরুটি তত্ত্ব

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
মনে কর, দুনিয়া এক প্রকান্ড পাউরুটি মানুষ নামের পিঁপড়ে তাকে করছে কুটিকুটি হাজার হাজার স্লাইস করে যাচ্ছে খেয়ে সকলে গণিত ভুগোল চিত্রকলা শেষ হবে না নাম বলে কেউ চিবাচ্ছে ফিলোসফি কেউ গিলছে জ্ঞান কেউ আবার অরুচিতে নিচ্ছে রুটির ঘ্রাণ লেখক কবি ভোজন রসিক, রুটিতে চায় অমলেট ব্যবসায়ী খায় ঘড়ির মাপে সব কাজে সে কম লেট রাজনীতিবিদ ধুর্ত পেটুক নিচ্ছে চেটে যা পায় ছড়িয়ে দিচ্ছে লবন-মরিচ অন্যে যাতে না খায় কাটছে রুটি কুটি কুটি অর্থনীতির ছোড়া বৈশ্বিক বলে আগের মতো লাগতো যদি জোড়া! পিঁপড়া বাঁচে মাত্র দু'দিন কোনটা আগে খায়? কাঁচের নলে খুঁজবে, নাকি সামনে যেটা পায়? রুটির লোভে যুদ্ধ বিবাদ ব্যাপক ছোটা ছুটি লালন তখন মনের ভেতর খুঁজছে অচিন রুটি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।