আমাদের কথা খুঁজে নিন

   

"আবোল-তাবোল আলাপনে মন খুঁজি মনে মনে"

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
চোখের গভীরে প্রত্যাশার গোপন বৃষ্টি চুপিচুপি কানের কাছে গুন গুন বিলাপে ভাসিয়ে নিয়ে আসে সুদূর মেঘ পাহাড়ের অঙ্কুরিত কুসুম হাসির সুমধুর ধ্বনির প্রলাপ। নিবিড় মৌনতায় স্থির হয়ে থাকা নদীর জলে কলকল সুরে শব্দকুমারীর দল স্বাচ্ছন্দের পাখা ঝাপটায় আর একমুঠো সুখী সবুজ উত্তুরে বাতাস তার আলতো দৃষ্টিপাতের আড়ালে জানান দিয়ে যায় স্বপ্নমুগ্ধ স্বর্গালোকের শেষ সংবাদ শিরোনামটুকু। সুদীর্ঘ সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকা ভালোবাসার রেলগাড়ি এইমাত্র হুইশেল বাজিয়ে বাজিয়ে চলে গেল অজানা পথের পিছু পিছু। চিরকালের মুখ থুবরে পড়ে থাকা আমি তেমনি রয়ে গেলাম শূণ্য জন-মানবহীন স্টেশনের দক্ষিণ কোনের ভাঙা বেঞ্চটিকে বুকে ধরে। সারা শরীরে কষ্টের পাওডার মাখা নিখোঁজ আমাকে খুঁজতে থাকা আমি পথ-ঘাট, নদী-নালা, বন-জঙ্গল, ঝোপঝাড় সব একাকার করে ফেলি, তবুও দেখা মেলে না আমার। নিজেকে খুঁজে না পাওয়ার অদ্ভুত বেদনায় ভারাক্রান্ত মন বিরহের গান শোনে নিজেই মনে মনে গেয়ে গেয়ে। ছক ভাঙার আনন্দে চিরকালের সেই ডুবে থাকা আমি আজ ছকের ভিতরেই খুঁজে চলেছি আমাকে নিরন্তর পাওয়ার আকাঙ্ক্ষা বুকে লালন করে। কিন্তু হায়, কোথায় আমি? পাচ্ছি না যে কোথাও, তবে কি হারিয়েই গেলাম.. অবশেষে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।