আমাদের কথা খুঁজে নিন

   

শখ মিটিয়ে ইফতারি খান

একজন নগন্য মানব।

সামুতে এই ভদ্রলোকের করুন কাহিনী পড়ে এই লেখা। আপনাদের মধ্যে যারা যারা যারা রোজার মাসে একটু শখ মিটিয়ে আয়েশ করে টাকা খরচ করে ইফতার করতে চান তারা এসব রেস্টুরেন্টে যেতে পারেন। ইফতারির জন্য বুফেতে যেতে পারেন। ঢাকায় বুফেতে সাধারনত ৪৫০-৫০০ টাকা জনপ্রতি খরচ হয়। আইটেম থাকে ২০-২৫টার মতো। এইসব রেস্টুরেন্টে বুফে পাবেনঃ পিজা বুফেঃ পিজা হাট (জনপ্রতি ৬৫০টাকা) গুলসান ১ - এফেস, লা সাইগন, এরিস্টোক্রাট (৫০০-৬০০টাকা) গুলসান ২ - টপকাপি, হেরিটেজ, বুমারস ১০০ আইটেম বুফে - বাটন রুজ (গুলসান ২), প্রিন্স (সোবানবাগ) - ৬৫০-৭৫০ টাকা যারা তেল মসল্লাযুক্ত খাবার খেতে চান না তারা গুলসান ১ এর লা সাইগনে যেতে পারেন। ওখানে ভিয়েতনামিজ খাবারের বুফে আছে যাতে তেল কম দেয়া হয় (এবং খাবারও হালাল হয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।