আমাদের কথা খুঁজে নিন

   

যৌথ একাকীত্ব

কবি হওয়ার ভান করি, উদাস হই; ভালোবাসার মাহাত্ব খূঁজি

রাশেদুল হাসান পৌষের এ অসহায়ত্ব বসন্তের জন্য ন্যাড়াবৃক্ষের একাকীত্ব, আমাকে পাবার তোমার একাকীত্ব। একাকীত্বের লন্ঠে ভর করে পৌষের জোসে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে- ব্যস্ততায় সারা করতে বসত ভিটে; চষ্ণুগলে ঝরে পড়তো আক্ষেপের জল। পৌষের বাসর বিলম্বিত, হয় পরিত্যক্ত ন্যাড়ার ঘোচেনা একাকীত্ব; তোমার আলিঙ্গন ছাড়া যে বৃক্ষডালে ওড়ে না নিশান। পৌষের ইতি বসন্ত এবার কুসুমকলির পুষ্পিত আভায় স্ব-করুন হাসির রেখা। কোন অভিলাসে দূরত্ব বাড়ালে করলে একা! যৌথ একাকীত্বের বরণ ডালায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।