আমাদের কথা খুঁজে নিন

   

ধনে পাতার কেজি ৪০০ টাকা

জীবন এর গল্প অােছ বািক অল্প

যশোর, ১৩ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- রমজানে একদিন যেতে না যেতেই চমক দেখিয়েছে খাবার সুস্বাদু করার অন্যতম উপাদান ‘ধনে পাতা’। প্রথম রোজায় দেশজুড়ে ভেলকি দেখিয়েছিল কাঁচা মরিচ। ক্ষেত্র বিশেষে কোথাও এর কেজি ছুঁয়েছিল ২শ’ টাকা। কাঁচা মরিচের ঝাজ অব্যাহত অবস্থায়ই এবার বেড়েছে ধনে পাতার দাম। দাম বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা রেকর্ডও বলা চলে।

বন্দর নগরী বেনাপোলে গতকাল থেকে শুরু করে আজ শুক্রবারও ‘ধনে পাতা’ প্রতি কেজি চারশ’ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বেনাপোল বাজারের প্রধান সড়কের পাশে বসা ছোট ছোট সবজি দোকানিরা সিন্ডিকেট করে ধনে পাতা চারশ’ টাকা দরে বিক্রি করায় ক্রেতাদের মাঝে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। বাজার দর মনিটরিং না থাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনিরুজ্জামান নামে এক ক্রেতার অভিযোগ। আজ সকাল ৯টায় বাবুল আক্তার নামে এক সবজি বিক্রেতাকে একশ’ গ্রাম ধনে পাতা ৪০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বাবুলের কাছে ধনে পাতা বেশি মূল্যে বিক্রির কারণ জানতে চাইলে সে স্পস্ট জানিয়ে দেয় বাজরে সরবরাহ কম থাকায় বেশি দরে কেনা বলে বেশি দরে বিক্রি করা হচ্ছে।

দেশি ধনে পাতা বলে বিক্রি করা হলেও আসলে এসব ধনে পাতা হাইব্রিড জাতের। গত সপ্তাহে একশ’ টাকা কেজি দরে ধনে পাতা বিক্রি হলেও রোজার শুরুতেই এসব ধনে পাতা চারশ’ টাকা দরে বিক্রি করা হচ্ছে প্রতিটি সবজি দোকানে। ধনে পাতার দাম শুনে অনেক ক্রেতাকেই ধনে পাতার ঘ্রাণ নিয়ে ফিরে যেতে দেখা গেছে। আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এফএন/এমআই_ ১৫২৫ ঘ. View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।