আমাদের কথা খুঁজে নিন

   

‘নারী ছলনাময়ী’- পুরুষ কিন্তু ছলনায় সেরা

জীবন এর গল্প অােছ বািক অল্প

সমীক্ষাটিতে দেখা গেছে, যেসব পুরুষ তাদের সঙ্গিনীর চেয়ে কম রোজগার করে, সঙ্গিনীকে প্রতারণা করার প্রবনতা তাদের মধ্যে বেশি৷ সমীক্ষাটির লেখক কর্নেল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ডক্টরেট প্রার্থী ক্রিস্টিন মুনস্চ বিষয়টিকে বলেছেন এইভাবে, ‘যখন কোনো পুরুষ মনে করেন সঙ্গিনীর চেয়ে কম রোজগার তাঁর জন্য হুমকি, তখন তিনি তাঁর নিজস্বতাকে বজায় রাখার জন্য প্রতারণার আশ্রয় নেন৷' ‘অ্যামেরিকান স্যোসিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন'-এর বার্ষিক আলোচনা সভায় লেখক এই বিষয়টি উপস্থাপন করেন৷ ক্রিস্টিন বলছেন, পুরুষ নারীর চেয়ে বেশি রোজগার করবে এবং পুরুষই পরিবারের প্রধান রোজগেরে, এই ধারণাটি এতটাই বদ্ধমূল, যে সঙ্গিনীর চেয়ে কম রোজগার করাটা পুরুষের সামনে হুমকি হয়ে দেখা দেয়৷ পুরুষতান্ত্রিক সমাজগুলোতে এ বিষয়টি আরও প্রকট৷ সমীক্ষায় দেখা যাচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজে যদি কোনো পুরুষ তাঁর সঙ্গিনীর চেয়ে কম রোজগার করেন তাহলে তাঁর বিশ্বাসঘাতক হওয়ার প্রবণতা নাটকীয়ভাবে বেড়ে যায়৷ আবার ঐ একই সমীক্ষাতে দেখা যাচ্ছে, যেসব পুরুষের সঙ্গিনী তাঁদের ওপর খুব বেশিমাত্রায় নির্ভরশীল সেসব পুরুষেরও প্রতারণার প্রবণতা যথেষ্ট বেশি ৷ যদিও নারীদের বেলায় চিত্রটি ভিন্ন৷ দেখা গেছে, একজন নারী যখন পরিবারের প্রধান রোজগারদাতা হচ্ছেন, তখন তাঁর মধ্যে প্রতারণার প্রবনতা বেশি৷ কিন্তু তিনি যদি তাঁর পুরুষ সঙ্গীটির ওপর নির্ভরশীল হন, সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম প্রতারণার আশ্রয় নিচ্ছেন৷ সমীক্ষা বলছে, সবমিলিয়ে মেয়েদের প্রতারণা করার প্রবণতা পুরুষদের প্রতারণার অনুপাতে অর্ধেক৷ বিবাহিত বা কমপক্ষে ১ বছর ধরে একসঙ্গে আছেন এমন ১০২৪ জন পুরুষ ও ১৫৫৯ জন নারীর কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এই সমীক্ষাটি করা হয়েছে৷ View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.