আমাদের কথা খুঁজে নিন

   

সে কেন বন্চিত অধিকার থেকে

কিছু মানুষ আছে যারা সারাক্ষণ স্বপ্ন দেখে বড় হওয়ার আমি তাদেরি মাঝে একজন ।

কিছুদিন আগের কথা একটা গ্রামে আমি,ভাবুক প্রকৃতির একটা মহিলা এসে আমায় বললো বাবা তুমিতো সহরে থাকো তাইনা,একটা সমস্যা নিয়ে এসেছি কি করা যায় হয়তো তুমিই পারবে বলতে সোন আমার বত্র্মান জীবনের আগে আর একটা বিয়ে হয়েছিল সে ঘরে একটা মেয়ে হয়েছিল কারণবসত মেয়ের বাবার সাথে ছারাছারি হয়ে যায় আজ মেয়ের বয়স তের মেয়ের বাবার পরের ঘরে তিনটা বাচ্চা সমস্যাটা হল এখন মেয়েটিকে ওর বাবা পোসাক থেকে এমনকি ভাল করে তিন বেলা খাবারও দেয় না যানো মেয়েটির বড় সখ পড়াশুনা করার কিন্তু সে খরচ কে দেবে সপ্তম ছ্রেনিতে পড়ে হটাত করে ওর ওকে বলে ওঠে খরচ আর দেবেনা এমন নয় অভাব চলছে তাহলে কেন করছে। যানো আমি লুকিয়ে কিছু দিলে তার জন্য কত মরইনা ওর সহ্য করতে হয় আমি কি করবো বল না পারছি ওকে আমার ঘরে আনতে তাহলে যে আমায় ঘর থেকে বের করে দেবে।মেয়েটির জন্য চিন্তা হচ্ছে কি করি বলোতো। আমি তার উত্তর দিতে পারিনি বরং আরালে নিজের চোখ মুছে তাকে সান্তনার ভনিতা করে পাস কেটে গেছি । আচ্ছা আপনাকে বলছি বলুন এর সমাধান কি করে করা যায় এভাবে একটা মেয়ের অধিকার বন্চিত করে এরা কিইবা মজা পাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।