আমাদের কথা খুঁজে নিন

   

৭ অক্ষরের কম পাসওয়ার্ড নিরাপদ নয়

একদিন গর্বিত করবো এই পতাকা গাইবো সোনার বাংলা ...

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, সাত বা তার কমসংখ্যক অক্ষর ব্যবহার করে সেট করা পাসওয়ার্ড মোটেও আর নিরাপদ নয়, বর্তমানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করে খুব সহজেই নাকি সেই পাসওয়ার্ড ভেঙ্গে ফেলা যায়। খবর বিবিসি অনলাইনের। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে খুব কম দামেই কম্পিউটার কেনা যায়। আর এসব কম্পিউটারের সঙ্গে আছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড। এসব গ্রাফিক্স কার্ডে থাকে শক্তিশালী অনেক প্রসেসর।

আর এমনই শক্তিশালী গ্রাফিক্স কার্ডসমৃদ্ধ কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই কম অক্ষরের ছোটো পাসওয়ার্ড সহজেই ভেঙ্গে ফেলা যায়। গবেষকরা দাবি করেছেন, যেকোনো ৭ টি অক্ষরে বা চিহ্নে দেওয়া পাসওয়ার্ড বা তারও কম সংখ্যক পাসওয়ার্ড এখন অপর্যাপ্তই। এই সংখ্যক পাসওয়ার্ড সহজেই ভেঙ্গে ফেলতে পারে কম্পিউটার। গবেষকরা জানিয়েছেন, পাসওয়ার্ড দেবার বেলায় কম করে হলেও ১২ টি অক্ষর ব্যবহার করা উচিৎ। তবেই যদি নিরাপদ থাকা যায়।

জর্জিয়া টেক রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষক রিচার্ড বয়েড জানিয়েছেন, অনেক গ্রাফিক্স কার্ডেই স্ট্রিম প্রসেসর লাগানো থাকে যেগুলো প্যারালালভাবে ছবি সাজিয়ে দেয়। অনেক গবেষক এসব প্রসেসরের বেসিক অ্যারিথমেটিক্যাল প্রপার্টিজ ব্যবহার করে পাসওয়ার্ড ভাঙ্গার কাজটি করেন। তিনি আরো জানিয়েছেন, এখনকার গ্রাফিক্স কার্ডের ব্যবহারে পাসওয়ার্ড ভাঙ্গার ক্ষমতা মাত্রই এক দশক আগের কয়েক হাজার কোটি ডলার মূল্যের সুপার কম্পিউটারের দক্ষতার সমান। গবেষকরা জানিয়েছেন, অনেক বড়ো পাসওয়ার্ড দিলে ভাঙ্গতে অনেক বেশি সময় লাগে বলেই সেই পাসওয়ার্ডটি নিরাপদ। কিন্তু ৭ বা তার চেয়ে কম সংখ্যার পাসওয়ার্ড এখন আর মোটেও নিরাপদ নয়।

তথ্য: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।