আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম উপাখ্যান....

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

প্রথম প্রেম বলে কিছু নেই শেষ প্রেম বলেও কিছু নেই, অনুভূতিতে বিন্দুমাত্র অবিচার নেই সব প্রেমই নিখাঁদ, কখনো নিস্কাম,কখনো সকাম কোনটিতেই দোষ নেই। প্রেম কাব্যের নায়িকারা বদল হয় প্রতিনিয়ত নারীর মনেও বদলায় প্রেম দেবতার রূপ প্রেম বেশী হলে তো দোষ নেই । তবে কম হলে সৃস্ষ্টিশীলতার সংকট হতে পারে, আগের প্রেম বলেও কিছু নেই পরের প্রেম বলেও কিছু নেই। প্রেম তো প্রেম,দূর্বার অনুভূতি.. প্রেমে কোন ছোট-বড় নেই কোন সংখ্যাবাচকতা নেই প্রেম অসীম..এর চেয়ে বড় গুণ আর কিছু নেই কোন নিয়ম নেই, কোন সীমা রেখা নেই, প্রেম অগণিত হলে কোন দোষ নেই। প্রেম হলো শুধুই প্রেম, প্রেম এবং প্রেম কোন সংজ্ঞা নেই। ০৪.০৮.২০১০।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.