আমাদের কথা খুঁজে নিন

   

"XML slideshow creator" উবুন্টুতে তৈরী করুন স্লাইডশো ব্যাকগ্রাউন্ড



ডেক্সটপের ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার হিসেবে সাধারণত আমরা একটি মাত্র ছবি ব্যবহার করে থাকি। আপনি চাইলে উবুন্টুতে কয়েকটি ছবির সমন্বয়ে তৈরী স্লাইডশোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। ছবিগুলো নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হবে। উবুন্টু ১০.০৪-এ আগে থেকেই "কসমস" নামে একটি স্লাইডশো ব্যাকগ্রাউন্ড দেয়া থাকে। আপনি চাইলেই আপনার পছন্দের ছবি দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরী করতে পারেন।

এজন্যে "XML slideshow creator" সফটটির ডেব প্যাকেজ নামিয়ে নিন এই লিঙ্ক থেকে । এরপর এটি ওপেন করে ইন্সটল করুন। ইন্সটলের সময় প্রয়োজনীয় ডিপেন্ডেন্সী ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে। এখন Application> Accessories> XML slideshow creator ওপেন করুন। এখন "Select folder" বাটনে ক্লিক করে যে ফোল্ডারে আপনার পছন্দের ছবিগুলো রাখা আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

"Background name"-এ আপনার পছন্দমত নাম দিতে পারেন অথবা আগে থেকে দেয়া নাম অপরিবর্তিত রাখতে পারেন। "Slideshow time" হচ্ছে কতক্ষন পরপর ছবিগুলো পরিবর্তন হবে সেই সময়। "Animation time" হচ্ছে একটি ছবি থেকে আরেকটি ছবি পরিবর্তন হওয়ার মধ্যকার ট্রানজিশন(ফেড আউট/ফেড ইন) পিরিওড। এখন "After generate, apply as background" চেকড থাকা অবস্থায় "Generate" বাটন প্রেস করুন। ব্যস হয়ে গেল আপনার পছন্দের অনেকগুলো ছবির সমন্বয়ে স্লাইডশো ব্যাকগ্রাউন্ড।

এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন "Slideshow time" রাখা হয়েছে ১ মিনিট এবং "Animation time" রাখা হয়েছে ৫ সেকেন্ড। এই সফটওয়্যারটি দিয়ে "Slideshow time" সর্বনিম্ন ১ মিনিট রাখা যায়। এর চেয়েও কম সময়ের মধ্যে ছবি পরিবর্তন করতে চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে xml ফাইলটি তৈরী হয়েছে সেটাকে একটুখানি এডিট করতে হবে। এজন্যে ব্যাকগ্রাউন্ডের জন্যে যে ফোল্ডারটি সিলেক্ট করেছিলেন সে ফোল্ডারটিতে যান (উদাহরণস্বরূপ স্ক্রিনশট অনুযায়ী /home/ubuntu/Photos)। এখানে একটি xml ফাইল পাবেন, এটা gedit (বা অন্য কোনো টেক্সট এডিটর) দিয়ে ওপেন করুন।

এখানে হেডারের পরে 60.0 লাইন পাবেন। এই 60.0 হচ্ছে ৬০ সেকেন্ড, একে কমিয়ে আপনার ইচ্ছামত সেকেন্ড বসাতে পারেন। প্রত্যেকটি আলাদা আলাদা ছবির জন্যে এই xml ফাইলে আলাদাভাবে এই সময় পরিবর্তন করতে হবে। এজন্যে আপনি gedit এর Replace অপশনে গিয়ে 60.0-কে 30.0, 35.0 বা 40.0 ইত্যাদি আপনার পছন্দমত সময় দিয়ে Replace করুন। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, একটি ছবি থেকে আরেকটি ছবি পরিবর্তনের সময় সিপিউ ইউজেস একটু হাই হয়ে যায়।

তাই "Slideshow time" ৬০ সেকেন্ডের কম না রাখাই ভাল। (এই লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪ ব্যবহার করা হয়েছে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।