আমাদের কথা খুঁজে নিন

   

নীল নির্জনতায়

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

তোমার ঠোঁট আমার রক্তে ধোয়া- তাই এতো লাল তোমার কণ্ঠস্বর- সে আমার আত্মারই প্রতিধ্বনি তা না হলে পৃথিবী ভরে যেতো- নীল নির্জনতায়। তোমার স্পর্শ সেও আমার আঙুলের চিরকালীন স্বভাব তা না হলে অনুভব কী জিনিস-তোমার জানাই হতো না তোমার চারপাশ- আমার পোড়ানো আগুনে জ্বলজ্বলে তা না হলে অন্ধকার ছাড়া কিছুই থাকতো না তোমার। তুমি ফিরবে কী ফিরবে না- তা নির্ধারণের ক্ষমতা- আলো-অন্ধকার কিংবা তার মাঝামাঝি-কারও নেই। তাই ওদের দিকে চেয়ে-একা থাকার কোন মানেই হয় না


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।