আমাদের কথা খুঁজে নিন

   

এসব কি দেখছি আমরা ........

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

একটু আগে টিভি টা অন করলাম। চ্যানেল ঘুরাতে ঘুরাতে মাই টিভি তে এসে থেমে গেলাম । অবাক লাগে আমাদের ultra modern type ছেলে মেয়েদের দেখলে । ছবি তে যাকে দেখছেন তার নামে নাকি honey ...... song: maya maya সে আসলে গান গাচ্ছে নাকি নিজেকে প্রকাশ করছে বুজতে পারলাম না । এই যদি হয় অবস্থা তাহলে আমরা কই যাচ্ছি ??? তারা কি বুঝে না যে এটা আমাদের সমাজের সাথে যায় না??? আর পোষাক এর কথা নাই বা বললাম !!! এমন অবস্থা যে আমরা তার গান না শুনে তার পোষাক আর তার অঙ্গভঙ্গি দেখব!!! এটাই সে হয়ত চায় । তারা তো ইচ্ছা করলেই শাকিরা অথবা ব্রিটনি হতে পারবে না???? এসব আনকোরা ফাউল ছেলে মেয়েদের গান এর জগতে এনে কতটুকু আমরা লাভবান হতে পারছি??? আর যারা ভাল গান জেনেও সুযোগ এর অভাবে কিছুই করতে পারছে না... তাদের দিকে আমরা একটু ও নজর দিচ্ছি না !!! ধিক ধিক !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।