আমাদের কথা খুঁজে নিন

   

এই শহরে...

স্বপ্নবাজ

মনে হয়না আজ আর লেখা হবে নতুন কথা, ভর করেছে সময়ের বুকে অহেতুক বিষন্নতা, মনে হয়না আজ আর দেখা হবে স্বপ্ন কোনো, ভোর হলে উঠো সকাল দেখে ভয় পেওনা যেন, আজ হবেনা আর কোন গান বিষাক্ত এই মনে, ভীষন ব্যস্ত এই শহরে থাকবোনা যাবো বনে.... পীচ ঢালা পথে ছড়িয়ে যায় বাসের চাকায় স্বপ্ন, মুহুর্তকাল সময় পরে হয়ে যায় সব বিবর্ন, মাঝরাতে তারার দিকে হতাশ চোখে তাকিয়ে, মায়ের চোখে পানি নেমে আসে মেঘের মেয়ে হয়ে, আজ হবেনা আর কোন গান বিষাক্ত এই মনে, ভীষন ব্যস্ত এই শহরে থাকবোনা যাবো বনে.... খোলা মনে খোলা স্বপ্ন থাকে থরে থরে সাজানো, দেখা শুধু দূর থেকে উপায় নেই ছোঁয়ার কোনো, ইচ্ছেঘুড়ি ডানা মেলে ওড়ে সারাক্ষন আকাশে, দিনের শেষে ইচ্ছেশরীর রোদে পুড়ে ফ্যাঁকাশে, আজ হবেনা আর কোন গান বিষাক্ত এই মনে, ভীষন ব্যস্ত এই শহরে থাকবোনা যাবো বনে.... © Razib Hasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।