আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন অপ্সরা



অপসরা এই ব্লগের অনেক চেনা জানা বিখ্যাত একজন ব্লগার। তাকে ভালবাসে না এমন কেউ হয়তো নেই। একগাদা গুন আছে এই মেয়েটার। কেমন কেমন করে সে আমারও অনেক প্রিয় হয়ে গেল। তবে পাগলীটার মাথায় একটা পোকা আছে, যেটা তাকে একটু স্থির হতে দেয়না।

সেদিন ঐরকম পাগলামি করছিল আমার সাথে, আমি কাজের চাপে ছিলাম, তাই পাগলীটার পাগলামীতে সায় না দিয়ে দিলাম ঝাড়ি। এবং এর পর থেকে পাগলীটা আর মেসেন্জারে টোকা দেয় না। তবু সে আছে কাছে কোথাও, প্রিয় এই শহরে, ভাললাগার উত্তাপটুকু পাই মাঝেমাঝেই। জন্মদিনে তোর জন্য অনেক শুভকামনা। বিবাহিত জীবন ভাল কাটুক।

কাটুক তোর মনের মতন। যত কষ্ট আছে সব ধুয়ে মুছে যাক। ভাল থাকিস। শুভ জন্মদিন্।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।