আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভুলে যাই তুমি আমার নও

যখন স্বপ্নগুলো আঁধারে হারিয়ে যায়..

দখিনা হাওয়া ঐ তোমার চুলে, ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে, কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ| আমি ভুলে যাই তুমি আমার নও| আমি ভুলে যাই তুমি আমার নও| তুমি আমার নও আমার নও, আমার নও আমার নও| একাকী নিরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে, খুঁজেতো পাইনি না বলা কথাটি হারানো দিনের গল্পে, আমি ভুলে যাই, আমি হেরে যাই| আমি ভুলে যাই তুমি আমার নও| আমি ভুলে যাই তুমি আমার নও| তুমি আমার নও আমার নও, আমার নও আমার নও| শহরতলীতে এমনই রাতে বেজেছে সানাই কত, সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায় বাজবে অচেনা সুরে, আমি ভুলে যাই, আমি হেরে যাই| আমি ভুলে যাই তুমি আমার নও| আমি ভুলে যাই তুমি আমার নও| তুমি আমার নও আমার নও, আমার নও আমার নও| দখিনা হাওয়া ঐ তোমার চুলে....... ব্যান্ড: সোল্‌স শিল্পী: পার্থ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.