আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক সেবায় ব্লগ; মোখলেস এখন নিরাপদ।

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

গতকাল ১৫/৮/২০১০ তারিখে এক প্রবাসী আমার কাছে এসছিলেন। উদ্ভ্রান্ত, বিধ্বস্ত, ক্লান্ত, ক্ষুধার্ত। তিনি বলছিলেন ভাই আমার মন চাচ্ছে আমি আত্মহত্যা করি। আমার কিছুই ভাল লাগছেনা। ১৩/৮/২০১০ তারিখে তিনি কুয়েত থেকে ওমরা করতে এসে তাওয়াফ করার সময় হারিয়ে যান।

তিন দিন ধরে প্রাণান্ত চেষ্টা করেও তিনি তার সাথিদের সন্ধান পাননি। বহু মাঠ-ঘাট পার হয়ে গতকাল সন্ধায় তিনি আমার কাছে এসেছেন। তিনি কুয়েতের জাহরা-সানাইয়ায় জেকরায়াত নামক দোকানে কাজ করেন। নিয়োগকর্তার নাম ছাড়া তার আর কিছু জানা নেই। আমি তখন ব্লগে ব্লগার শান্তি প্রিয় এর লেখা পড়ছিলাম।

মনে হলো তিনি কুয়েত থেকে লিখছেন। তার সাহায্য চাইলাম। তিনি কুয়েতের জাহরায় কর্মরত একজন প্রবাসীর নাম্বার দিলেন। তার মাধ্যেম আলোচ্য প্রবাসীর কুয়েতী নিয়োগকর্তার ফোন নাম্বার পেলাম। নিয়োগকর্তার কাছ থেকে যে গ্রুপের মাধ্যেম এ প্রবাসী ওমরা করতে এসছেন তাদের কুয়েতেন নাম্বার পেলাম তাদের নিকট হতে তাদের সৌদি প্রতিনিধির ফোন নাম্বার সংগ্রহ করলাম।

এরপর তার মক্কার হোটেলের নাম, ঠিকানা ফোন নম্বর সংগ্রহ করতে আর বেগ পেতে হয়নি। একটি টেক্সিতে তুলে প্রবাসীকে বল্লাম আপনার আর কোন সমস্যা নেই। সেহরীর সময় ফোন করে জানতে পারলাম প্রবাসী তার পাসপোর্ট, লাগেজসহ সব কিছু পেয়েছেন। হোটেলে তিনি ঘুমুচ্ছেন। ১৭/৮/২০১০ তারিখে তিনি তার কুয়েতস্থ কর্মস্থলে ফিরে যাবেন।

যাকেই ফোন করেছি প্রত্যেকের জিজ্ঞাসা ছিল তার ফোন নাম্বার আমাকে কে দিল। প্রবাসীর চোখ কপালে উঠলো এতসব ফোন নাম্বার আমি কিভাবে যোগাড় করলাম। ব্লগ বুঝার মত অবস্থা তার নেই। তাকে বল্লাম ভাই তোমার আর কোন সমস্যা নেই। তুমি এখন নিরাপদ।

অভিব্যাক্তিহীন হয়ে সে আমার করমর্দন করে টেক্সিতে উঠে রওয়ানা হলো তার নিরাপদ গন্তব্যে। ব্লগ কে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।