আমাদের কথা খুঁজে নিন

   

অলস ভাবনা



১। আমার ৬বছরের মেয়ে রমজান মাসে সেহরী খাওয়ার বায়না ধরল। তার পিড়াপিড়ীতে শেষ রাতে সেহরী খাওয়ার জন্য তাকে ডাকা হলো। সেহরীর মেন্যু অনুযায়ী ঐরাতের খাবার যা ছিল তা তাকে খেতে দেওয়া হল। তখন সে বলল, আমি এগুলো খাবো না।

আমি সেহরী খাবো। তার কাছে মনে হয়েছে সেহরী একটি সুস্বাদু খাবারের মেন্যু। ২। এক প্রবাসীলোক দীর্ঘ দিন ইউরোপে কাটিয়ে রমজান মাসে দেশে ফিরে এয়ারপোর্টে ধুমপানরত অবস্থায় বের হয়ে আসে। তখন তার অভিভাবকরা বললেন, বাবা রমজান মাসে ধুমপান করছ কেন? তখন সে বলল, রমজান আবার কোন মাস বলে সে জানুয়ারী, ফেব্রয়ারী........... বলতে শুরু করল।

কৈ এখানে তো রমজান মাস নেই? এই হলো আধুনিক মুসলমানদের অবস্থা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।