আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষায় বৃষ্টিতে রাত জাগা পাখি



আমার গ্রামে থাকা ছেলেবেলায় আদর ভালবাসা উষ্ঞতায় রাতগুলো কেটে যেত গভীর ঘুমে । বর্ষায় মাঝরাতে ঝুম বৃষ্টি টিনের চালায় রিমঝিম ছন্দ আমার কূম্ভকর্নের ঘুম ভেঙ্গে যেত। স্বর্গে বেহূলার পায়ের মল বেজেছিল এমনি করে কি রিমঝিম রিমঝিম । আরো একটু ঊষ্ঞতা পেতে গাে কাঁথাটা ভালো করে জরিয়ে নিই। এতদিন ভালোই চলছিল এই শহরে পাঁচটা বছর কেটে গেছে পাঁচটা বর্ষা চলে গেল অথচ মাঝরাতে একটিবার আমার ঘুম ভাঙ্গেনি বৃ ষ্টির রিমঝিম ছন্দ শুনিনি একা বসে তোমায় ভাবা হয়নি। আমার ভয় কি জানো এই শহরে তোমায় নিয়ে হাজার রাত কেটে যাবে তবুও একবারো আমার ঘুম ভাঙ্গবেনা রাখা হবে না তোমার হাতে আমার হাত। বাইরে ঝুম বৃষ্টি রিমঝিম ছন্দ দুটি রাতজাগা পাখি নিশ্চুপ স্বপ্ন বকের ওম ভাগ করে নেয় ভাবতেই কেমন শিহরন হয় যাবে গ্রামে বর্ষায় মাঝেমাঝে তুমি আমি রিমঝিম ছ্দে রাতজাগা পাখি হব কখনো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।