আমাদের কথা খুঁজে নিন

   

ইস্কুলে নাকি স্যার দের সৈরাচারিতা বন্ধ?

I am the master of my fate, I am the captain of my soul.

শুইনা খুশিও হইলাম, বেজারও হইলাম। আমাগো সময় এই নিয়ম গুলা কেন হয় নাই। তাইলে হয়তো ... আবুল মামা(কথিতো ক্রিড়া শিক্ষক), লুইচ্চা আনিচ্চা(কথিতো ক্রিড়া শিক্ষক২), হক ব্যাটারী(ধর্ম শিক্ষক), মতিন নানা(ধর্ম শিক্ষক), আতা(কথিত পদার্থ ও গণিত শিক্ষক), দুলাভাই=শওকত নূর(ইংরেজী শিক্ষক), নারায়ণ দেব নাথ, মালা=কিঞ্চিত অশ্লীল(কথিত সমাজ ও বাংলা শিক্ষিকা), আক্তারী(কথিত ইংরেজী শিক্ষিকা), গরম কাশেম(গণিত...যদিও আমরা তার কাছে জীব বিজ্ঞান পরতাম), জয়সুরিয়া/বোজা=আসল নাম মনে নাইক্কা, L.R.B.=লুতফর রহমান...... আপাতত আর মনে পরে না; হায় হায় আসলটারেই ভুইলা গেছি। নূরা পাগলা ...... এইসকল শিক্ষক কত্রিক মাইর হজম করতে হইতো না। তবে, আর যাই হোক, এখন এই সৈরাচারীতা বন্ধ হওয়ায় আমি খুশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।