আমাদের কথা খুঁজে নিন

   

স্ব-বিরোধ ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

এখানে আমাকে জোর করে রাখা হয়েছে আমি এখানে আসতে চাইনি _ এখানে আমাকে ভোর যাপনের নির্দেশ দেয়া আমি ভুলেও ও পথে যাইনি ! এখানে আমাকে বিমল উল্লাসে নাঁচতে বলা হয় আমি হাত পা-ও ছুঁড়িনা _ এখানে আমাকে অন্ন এবং খাদ্যের কথা বলে আমি পেটের দুয়ার খুলিনা ! এখানে আমাকে নাগরীক যন্ত্রণার চিত্র দেখায় আমি তখন শাহবাগ, ফুলের দোকান _ এখানে আমাকে রোদে পুড়তে বলা হয় আমি ঠান্ডা পিয়াসী, ধরি, নিজের দু'কান ! এখানে আমাকে বিষাক্ত কোলাহলের কথা বলে আমি "এফ.এম" এ তখন বিঙাপন শুনি_ এখানে আমাকে কর্পোরেট রোবট হতে বলে আমি কাব্যে ডুবে কথার জাল বুনি ! এখানে আমাকে গাছ, শেকড় চেনায় তার, আমি গুগলে ভাত সার্চ দেই _ এখানে আমাকে থাকতে বলা হয়েছে, আমি, অথচ, আমি এখানে নেই ! লিখন জুলাই-৩০.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.