আমাদের কথা খুঁজে নিন

   

মোম ও সাবানে সাশ্রয়ী রিচার্জেবল ব্যাটারি



সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা অল্পকিছু মোম এবং যৎসামান্য সাবান ব্যবহার করে রিচার্জেবল ব্যাটারি উদ্ভাবন করেছেন। স্বল্পমূল্যের এই ব্যাটরি কোবাল্ট, নিকেল বা ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে তৈরি লিথিয়াম ব্যাটারির বিকল্প হতে সক্ষম। খবর গিজম্যাগ-এর। বর্তমানের রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় মোবাইল ফোন থেকে শুরু করে গাড়িতে পর্যন্ত। আর এসব ব্যাটারি তৈরি করা হয় কোবাল্ট, নিকেল বা ম্যাঙ্গানিজ অক্সাইড ধাতু ব্যবহার করেই।

আর এর ফলে দাম বেড়ে যায় ব্যাটারির। সম্প্রতি গবেষকরা স্বল্পমূল্যের লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির উপাদান খোঁজ করতে গিয়ে দেখেছেন সামান্য মোম এবং অল্প সাবান ব্যবহার করেই কম দামে উন্নতমানের ব্যাটারি তৈরি সম্ভব। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, লিথিয়াম নিজে ইলেকট্রন ধরে রাখতে পারে বলেই রিচার্জেবল ব্যাটারি কাজ করে। গবেষক ডাইওন চোই জানিয়েছেন, দামী ধাতুর পরিবর্তে সাধারণ পদ্ধতিতে লিথিয়াম মেটাল ফসফেটকে ভাল ইলেকট্রডে পরিণত করা যায়। মেটাল অক্সাইড ব্যবহারে রেজিট্যান্সের কারণে ৩০ ভাগ শক্তি নষ্ট হয়।

এই রেজিট্যান্স কমালে বেশি শক্তি ধরে রাখা সম্ভব। আর এই ক্ষেত্রে মোম এবং সাবান গুরুত্বপূর্ণ। চোই জানিয়েছেন, মোম এবং সাবান ৪০০ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে ক্রিস্টাল তৈরি করা যায় যা ব্যাটারি হিসেবে ব্যবহারযোগ্য। এই পদ্ধতি অন্যান্য পদ্ধতির চেয়ে সহজ। আর এই উপাদানে তৈরি ব্যাটারিতে প্রতি গ্রামে সর্বোচ্চ ১৬৮ মিলি অ্যাম্পিয়ার আওয়ার চার্জও পাওয়া সম্ভব।

খবরঃ-বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।