আমাদের কথা খুঁজে নিন

   

বাঘ দর্শন

জনৈক: বিশ্বাস করেন! গাছের ওপর উইঠা দেখি, একলগে আড়াই হাজার বাঘ! আমার দিকে তাকায় আছে। এরপর সে কী গর্জন!
পাবলিক: কী যে বলেন না? পুরা সুন্দরবন সার্চ দিয়া এক হাজার বাঘও তো পাওয়া যাবে না!
জনৈক: বিশ্বাস করেন আপনেরা! কমপক্ষে ৯০০ বাঘ তো ছিলই!
পাবলিক: হ, ৯০০ বাঘ ছিল! কইলেন আর হইল? একলগে এত বাঘ দেইখা আপনে গাছের ওপর থাকতে পারলেন?
জনৈক: তাইলে ১০০ বাঘ তো ছিলই!
পাবলিক: একটা বাঘের গর্জনেই বানর ভয়ে হাত-পা ছাইড়া মাটিতে পড়ে! আর আপনে কন ১০০ বাঘ!
জনৈক: কিন্তু গাছের পাতার ফাঁক দিয়া অনেকগুলা ডোরাকাটা দাগ দেখলাম যে?
পাবলিক: কোন গাছের পাতার ফাঁক দিয়া দেখছিলেন?
জনৈক: জি? না মানে... কাঁঠালগাছের!
পাবলিক: ও...

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।