আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। একই সঙ্গে এইদিনে জন্মদিন পালন নিয়ে আমার মন্তব্য...



আজকে কিছু ব্লগারের ব্লগ দেখে এই মন্তব্যটি মাথায় এলো। যেসব ব্লগার (নাম বললম না, সম্ভবত তারা বাংলাদেশের স্বধীনতার বিপক্ষে-আমার মতে) যা লিখেছেন- ১। " এইদিনে কারো জন্ম হলে কি তার জন্ম তারিখ পরিবর্তন করতে হবে?" ২। " এইদিনে জন্ম হলে তার নামের প্রথমে কি মোঃ এর পরিবর্তে বঙ্গবন্ধু লিখতে হবে?" ৩। " এই দিনে কি জন্মদিন পালন করা যাবে না?"....ইত্যাদি।

এর উত্তরে আমার মতামতঃ- এইদিনে অন্য একটি দেশ ভারত আনন্দ করে, কারন ওদের কাছে অনেক খুশির একটি দিন, স্বাধীনতা দিবস। সেইসঙ্গে আমাদের বর্তমান বিরোধী নেত্রীর-ও অনেক খুশির একটি দিন, কারন বরিশালের একজন নেতার কুবুদ্ধিতে তার ইচ্ছাহলো এইদিনে তিনি জন্মদিন পালন করা শুরু করলেন ১৯৯১ সাল থেকে হঠাৎ করেই, এইরকম যদি আঃলীগ করতেন, তাহলে হয়তো অন্য কিছু তারা (বিএনপি) বুঝাতো। অর্থাৎ ভারতের সহিত তুলনা করতো। যাই হোক ,তাকেঁ (বেগম জিয়া) কিন্তু বলা হয়নি জন্মদিন চেঞ্জ করেন। বলা হচ্ছে আসল জন্মদিন পালন করার কথা, তার অর্থ ১৫ ই আগষ্ট না।

যেদিন তিনি পৃথিবীতে এসেছিলেন (এটা মনে হলেও হাসি পায়, জন্মদিনের আবার আসল-নকল!!!) সেইদিন। আমি এখানে একটি প্রশ্ন রাখতে চাই তাদের কাছে ,যাদের উদ্দ্যেশে আমার এই পোষ্ট। "মনেকরুন একই দিনে আপনার পরিবারে (এখানে পরিবারকে দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে) একটি মর্মান্তিক মৃত্যু( আল্লাহ্ না করুক) ,মানে অস্বাভাবিক যেটা আপনি কল্পনাও করেননি ঘটে গেল এবং ঐ দিনেই আপনার পরিবারেই একজনের জন্মদিন। তাহলে কি করবেন."??? অবশ্যই এর উত্তর জানাবেন। সবশেষে বলতে চাই, আজকে যাদের আসলেই জন্মদিন (বেগম জিয়ার মতো - ইচ্ছাকৃত নয়) তারা যেনো জন্মদিন পালন করার আগে ধানমন্ডির ৩২ নং সেই ঐতিহাসিক শোকগাথা যে বাড়ীতে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্যদের মেরে ফেলা হয়েছে সেখান থেকে একবার ঘুরে গিয়ে জন্মদিন পালন করতে চাইলে করুন।

এরপর যদি চোখের পানি না ফেলে (চোখে পানি আসবেই) আপনি আপনার আসল জন্মদিন পালন করতে চান, আনন্দের সহিত, ধুমধামের সহিত করতে চান করবেন। তারপর, আর কিছু বলার নেই...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।