আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিছু লোভ থাকা ভালো

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

কিছু কিছু লোভ থাকা ভালো তোমাকে পাওয়ার জন্য লোভি হতে চাই নিরন্তর তাতে বলুক না যার যা খুশি; আমি কিছুই শুনবো না- কিছুই শুনবো না চিৎকার। কিছু কিছু লোভ আমার সঙ্গে ঘুমাক বালিশে তোশকে করুক গড়াগড়ি ভালো লাগবে আমার, ভীষণ ভালো। কিছু কিছু লোভ তোমার হাত ছুঁতে লোভাতুর হোক, ভিষণ লোভাতুর কিছু কিছু লোভ কেবল তোমাকে অলংকারে সাজতে, হিরক-মুকুটে রাষ্ট্রিয় কোষাগার থেকে অর্থ পাচারে নিয়োজিত হোক স্বয়ং গর্ভনর মহাশয় ভালো লাগবে আমার, ভীষণ ভালো। তোমাকে পাওয়ার জন্য কিছু কিছু লোভ সন্ত্রাসী হোক- খুনি হোক, নির্দয় হোক- বন্দুক হাতে ঘুরুক রাজপথে কিছু কিছু লোভ তোমার জন্য রক্ত ঝরাক গোলাপের বুকে ভালো লাগবে আমার, ভীষণ ভালো। তোমাকে পাওয়ার জন্য কিছু কিছু লোভ মন্দ নয় বরং পেতেই পারে শিল্পের স্বীকৃতি তোমার চেয়ে মহান শিল্পালয় কোথাও কি আছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।