আমাদের কথা খুঁজে নিন

   

যা টিভি খবরে দেখতে পাইনা



বাজারে গিয়েছিলাম, ইফতারের কিছু প্রয়োজনীয় বাজার করতে। আমাদের দেশে বড় সুপার সপ বলতে আমরা যা বুঝি তার মধ্যে মিরপুরে এ্যাগোরা, জীমার্ট আর প্রিন্স বাজার আছে। যেহেতু তিনটিই পায়ে হাঁটা দূরত্বের মাঝে, তাই কোন কিছু কেনার আগে তিনটিতেই ঢুঁ মারলাম দাম যাচাই করার জন্য। যাচাই করতে গিয়ে যখন আমি জীমার্টের ভেতর দেখলাম বাইরে প্রায় ১২জন পুলিশ সহ একজন ম্যাজিস্ট্রেট। উনারা জীমার্টে অভিজান চালাবেন বলেই মনে হচ্ছিল।

জীমার্টের গেট পর্যন্ত আসতেই, জীমার্ট ম্যানেজার ততক্ষনে বাইরে বের হয়ে গেছেন। কথা চলছিল তাদের মাঝে। প্রায় ৫-৮ মিনিট কথা চললো। আর এদিকে ভেতরের সেল্স ম্যানরা তাদের ঘী আর মিষ্টি লুকাচ্ছে খুব তড়িঘড়ি। আমি দেখে নিলাম কোথায় লুকিয়ে রাখে।

তারপর বাইরে গেলাম ম্যাজিস্ট্রেটকে ঘটনাটি বলতে। গিয়ে বললাম। কিন্তু উনি ততক্ষনেই জীমার্ট প্রস্থানের সিদ্ধান্ত নিয়েছেন এবং সোজা গাড়িতে উঠে গেলেন। আমি পুলিশদেরকে বললাম, উনারা ম্যাজিস্ট্রেটকে বিদায় দেবার জন্য ব্যাস্ত। কালো গ্লাসে ঢাকা গাড়িতে উঠে ভোঁ টান দিলেন।

(আমার বলা আর উনার চলে যাওয়া মাত্র কয়েক সেকেন্ডর ঘটনা) আমি আবার ভেতরে গেলাম আর দেখলাম ম্যানেজার সবাইকে বলছেন, "কোন সমস্যা নেই। কাজ করো। " আমি কিন্তু মোটেও এটা বলতে চাইছিনা যে শুধুমাত্র জীমার্টেই এই অবস্থা। হয়তো এ্যাগোরা, পিকিউএস, ফ্যামিলি ওয়াল্র্ড, প্রিন্স বাজার ইত্যাদি সব জায়গাতেই কম বেশি একই অবস্থা। আর দেখিয়ে দেবার পরও কিছু ম্যাজিস্ট্রেটরা এমন করে থাকেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।