আমাদের কথা খুঁজে নিন

   

রাতের আকাশ



রাতের আকাশ রাতের আকাশ পানে চেয়ে কেবল তোমার কথা মনে পড়ে। তোমার খুঁজে ঘুরে বেড়াই অমাবস্যার অন্ধকারে। আচ্ছা আকাশেই কি খুঁজে পাওয়া যায় যাদের হারিয়ে ফেলি? যারা কখনো আসেনি ফিরে আলোর হাতছানিতে? জানা হবেনা হয়তো কোন দিন। তবুও খুঁজি তৃষিত অন্ধকারে হারিয়ে যাওয়া আলোক দিশারিদের। যদি অদৃশ্য ভুলে ছুটে আসে একছটা আলোক বিন্দু। তবে তো আমারই জয় হবে। রাতের কালো হাহাকার কি আমার শুন্যতার চেয়েও বড়? চাঁদ সূর্য্যও কি পরাভুত অন্ধকার দেয়ালের কষাঘাতে? হয়তো জানবোনা কখনো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।