আমাদের কথা খুঁজে নিন

   

৫০০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত বঙ্গবন্ধু সেতু >যমুনা ব্রীজ আজ হুমকির মুখে....

কি লিখি তোমায়
বঙ্গবন্ধু সেতু >যমুনা ব্রীজ আজ হুমকির মুখে প্রায় ৫০০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪.৮কিমি লন্বা দেশের সর্ববৃহৎ সেতু ... ১৯৪৯ সালের ততকালিন বিশিস্ট রাজনীতি বিদ "মওলমা ভাসানী" সেতু নির্মানের দাবি জানান উত্তর বঙ্গের সাথে দেশের অন্য এলাকার যোগযোগের সুবিধার জন্য। ১৯৮৫ সালের ৩রা জুলাই মাসে ততকালিন রাস্ট্রপতি হুসেইন মোঃ এরসাদ সেতু নির্মানের অনুপতি দান করেন। সেতু নির্মানের টেন্ডার কল করা ১৯৯৩ সালে। সেতুটি নির্মানর দ্বায়িত্ত পায় Hyundai Engineering and Construction (Korea) ১৯৯৪ সালের ১০ই এ্প্রিল সেতু নির্মানের ভিত্তি প্রস্থ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী খলেদা জিয়া। ১৯৯৮ সালের ২৩রা জুনে সেতু জন-গনের চলাচলের জন্য উন্মুক্ত/ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। http://en.wikipedia.org/wiki/Jamuna_Bridge এই ব্রীজের আয়ু কাল ধরা হয়েছিল প্রায় ১০০ বছর.. আজ কেন এই ব্রীজ হুমকির মুখে.. গত ৫ বছর আগে ব্রীজে ফাটল দেখা দেয় কিন্তু সরকার নিশ্চুপ... বিগত ৫ বছরে বিএনপি >তত্তাবধায়ক সরকার>সামরিক সরকার>আওয়ামী সরকার ..দেশ শাসন করেছে কিন্তূ দেখা যাচ্ছে সকলে ব্রীজের মেরামতে উদাসিন... Hyundai কোয়ালিটি কম্পোমাইস করেছে - দেশের সকল মন্ত্রী > আমলা > সচিবের পকেট ভারী করেছে.... এই ৫০০০ কোটি টাকার দ্বায় ভার কি সুধু ম্যাংগো জন-গনের উপর?? ব্রীজের নির্মানের কাজ Hyundai কে দিয়েছে বিএনপি সরকার এবং ব্রীজের কাজ শেষে Hyundai থেকে বুঝে নিয়েছে আওয়ামী সরকার..। এই দোষ কি এই ২সরকারের ঘারে পরে না ?? ৭১ র পর থেকে সকল সরকার> সরকারের মন্ত্রিরা > সরকারি আমলা>সচিব-রা দূর্নিতি করে দেশের ক্ষতি করে যাচ্ছে... নিজেদের পকেট ভারি করছে ও ম্যাংগো পাবলিকের ক্ষতি করে যাচ্ছে... ম্যাংগো পাবলিকের খাই না খাইয়া আবার এদের জন্য লাফাচ্ছে.... সূত্র: ডেইলি স্টার Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.