আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে টাকা-এবার সত্যি সত্যি আয় হবে। মাইক্রোওয়ার্কার্সের মাধ্যমে।

বাংলায় গান গাই

মাইক্রোওয়ার্কার্স হলো একটি ফ্রিল্যান্সিং সাইট। তবে অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত কষ্ট করে বিড করে কাজ নামাতে হয় না। এমনিতেই সহজে কাজ পাওয়া যায়। নির্দিষ্ট কোনো কাজ ৫০টি থেকে শুরু করে ১০০০ টি পর্যন্ত হয়ে থাকে। এভাবে অনেক কাজ পাওয়া যায়।

প্রতি মুহূর্তেই নতুন নতুন কাজ আসে। সাইন আপের মত সহজ কাজ থেকে শুরু করে আরো অনেক কাজ পাওয়া যায়। সাইটটি খুবই সহজবোধ্য। এ সাইটের কাজগুলো খুব ছোট ছোট। এক একটি কাজ করতে খুব বেশী সময় লাগে না।

প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে। এখানে একটি কাজ মাত্র একবারই করা যায়। মোট আয় ৯ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উঠানো যায়। সাইটটিতে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন । এবার নিচের চিত্র দেখুন, আমি আমার একাউন্টে সাইন ইন করার পর এই পেইজটি আসলো।

দেখুন, ১.এখানে দেখাচ্ছে কতটি কাজ আমার জন্য এই মুহূর্তে আছে। আমরা দেখতে পাচ্ছি মোট ৮৫ টি কাজ available আছে। ২.দুই নম্বর বক্স এ কাজ গুলোর নাম দেখাচ্ছে। ৩.এরপর দেখাচ্ছে কাজের মূল্য। ৪.এরপর কাজটির সফলতার হার দেখাচ্ছে।

৫.কাজটি কতক্ষণের ভেতরে শেষ করতে হবে তা বলা হচ্ছে। ৬.স্ট্যাটাস দেখাচ্ছে, মানে কাজটি এখনো রানিং আছে। ৭.এরপর দেখাচ্ছে কতটির ভেতরে কতটি কাজ করা হলো সেটার তালিকা, দেখুন প্রথম কাজ ছিল মোট ৩০ জনের জন্য আর ইতোমধ্যে ২২ জন কমপ্লিট করে ফেলেছ। কাজেই আমি কাজটি করতে পারবো। কাজগুলো খুবই দ্রুত করতে হয় নইলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

কারণ সবাই তো আপনার মত অনলাইনে কাজগুলো তাড়াতাড়িই করতে চাচ্ছে। জেনে নিন: মাইক্রোওয়ার্কার্স সাইটে একজন ফ্রিল্যান্সারকে Worker এবং একজন ক্লায়েন্টকে Employer হিসেবে উল্লেখ করা হয়। কাজের বিভিন্ন ধরণ: এবার দেখুন সাইটে কী কী ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয়। ক্লিক অ্যান্ড সার্চ (টাকা ০.১০-টাকা ০.১৫) : এ ক্ষেত্রে Worker একটি সাইটের লিঙ্ক দেবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সবশেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে।

বুকমার্ক এ পেজ (টাকা ০.১০-টাকা ০.২০) : Worker এর কোনো একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দেবে। বুকমার্ক করার আগে ওই সাইটে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সাইনআপ (টাকা ০.১০-টাকা ০.২০) : এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার ই-মেইল ঠিকানা দিতে হবে।

এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা দেয়া উচিত নয়। এজন্য পৃথক একটি ই-মেইল অ্যাকাউন্ট খুলে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করা উচিত। অন্যথায় আজেবাজে ই-মেইলের কারণে আপনি অনেক সমস্যায় পড়বেন। কমেন্ড অন আদার (টাকা ০.১০ - টাকা ০.১৫) : এ কাজে Worker এর ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

ফোরাম (টাকা ০.১০ - টাকা ০.১৫) : এ ধরনের কাজের জন্য Worker কোনো একটি ফোরামে রেজিস্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে এর কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় সামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে। ফেসবুক (টাকা ০.১৫ - টাকা ০.২০) : এ ধরনের কাজের মধ্যে রয়েছে Worker কে ফেসবুকে friend হিসেবে নেয়া বা ক্লায়েন্টের fan হওয়া অথবা কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার Wall-এ পোস্ট করা। টুইটার (টাকা ০.১৫-টাকা ০.২০) : এক্ষেত্রে twitter.com-এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের অ্যাকাউন্টকে Follow করতে হবে অথবা নির্দিষ্ট কোনো বিষয়ে পোস্ট করতে হবে। এই ধরণের কাজ এখন আর পাওয়া যায় না।

রাইট অ্যান আর্টিকল (টাকা ০.৫০ - টাকা ১.৭৫) : মাইক্রোওয়ার্কার্সে পাওয়া কাজগুলোর মধ্যে এ ধরনের কাজগুলোর দ্বারা কোনো বিষয়ে ইংরেজিতে আর্টিকল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে একদিকে যেমন ভাষাগত জ্ঞান বাড়ে তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজিতে লেখায় দক্ষতা আছে, তারাই শুধু এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে।

লেখা মৌলিক হলো কি না, তা http://www.copyscape.com ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যায়। ব্লগ/ওয়েবসাইট ওনারস (টাকা ০.২৫-টাকা ০.৮০) : অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোনো ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR2+, PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসব ওয়েবসাইটের পেজ র্যা ঙ্ক ২ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড, যা কোনো ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়।

একটি ওয়েবসাইটের পেজ র্যা ঙ্ক কত, তা http://www.prchecker.info ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এ ধরনের কাজ শুরু করার আগে http://www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেজ র্যা ঙ্ক থাকবে। কিন্তু যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন, তাহলে কয়েক মাস পর পেজ র্যা ঙ্ক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভালো র্যা ঙ্ক এর কয়েকটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক বিনিময় করতে পারলে পেজ র্যা ঙ্ক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে।

ডাউনলোড অ্যান্ড/অর ইনস্টল (টাকা ০.২৫-টাকা ০.৩৫) : এ কাজে কোনো সফটওয়্যার শুধু ডাউনলোড এবং কোনো কোনো সময় ইনস্টলও করতে হয়। পোস্ট অ্যান অ্যাড অন ক্র্যায়েজলিস্ট (টাকা ০.২৫-টাকা ০.৭৫) : http://www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এ ধরনের কাজের ক্ষেত্রে Worker এর দেয়া কোনো পণ্যের বিজ্ঞাপন craigslist.org সাইটে প্রকাশ করতে হয়। এজন্য আগেই সাইটটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অর্থ উত্তোলন: * শুধু ‘Satisfied’ রেটিং পেলেই সে কাজের টাকা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে।

* চারটি পেমেন্ট পদ্ধতির যে কোনোটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়। * অ্যাকাউন্টের ব্যালেন্স ৯ ডলারের বেশি হলেই শুধু টাকা তুলতে পারবেন। সাথে ফি দেবার জন্য পর্যাপ্ত অর্থ অ্যাকাউন্টে থাকতে হবে। * প্রথম Withdraw করার আবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে।

এই নাম্বারটি পরে সাইটে প্রবেশ করাতে হবে। কেউ একাধিক অ্যাকাউন্ট তৈরি করেছে কি না, তা যাচাই করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। PIN নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে। * ঠিকানা যাচাই করার পর পরবর্তী Withdraw আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে মূল্য পরিশোধ করা হবে। (কোন সমস্যায় পড়লে আমাকে মেইল করুন- ) একটি কাজের উদাহরণ: এটি একটি সাইন আপের কাজ।

নিচের চিত্রে দেখুন '‘what is expected from workers?' শিরোনামে কী বলা হচ্ছে। ১.http://daylanbeck.com এ যেতে বলা হচ্ছে। ২.সাইটটির ডান পাশের ব্যানারে ক্লিক করতে বলা হচ্ছে। ৩.mozy link এ free sign up এ ক্লিক করতে হবে। ৪.পরিপূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৫.রেজিস্ট্রেশনের পরে আমার মেইলে যে কনফারমেশন মেইল আসবে সেখানের কনফারমেশন লিঙ্ক এ ক্লিক করতে হবে। এবার দেখুন worker আপনার কাছে কাজের প্রমাণস্বরূপ কী চাচ্ছে'। ‘ Required proof that task was finished’' শিরোনামে সে আপনার কাছ থেকে কাজের প্রমাণস্বরূপ নিচের জিনিস গুলো চাচ্ছে, ১.আপনার মেইল এড্রেস। ২.আপনার কাছে আসা মেইলটির পেস্টকৃত অংশ। উপরের সব কাজ শেষ করার পর পেইজটির শেষের অংশে 'I accept this job (a form will open below)' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

ক্লিকের পর থেকেই সময় গননা শুরু হবে। ক্লিকের পরে একটি বক্স আসবে সেখানে সিরিয়াল নম্বর বসিয়ে আপনার মেইল এড্রেস এবং মেইলটির পেস্টকৃত অংশ প্রদাণ করার পর '‘I confarm that I have completed this task’' এ ক্লিক করলেই কাজ শেষ। ১০ সেন্ট পেয়ে যাবেন। (আর কাজটি যদি করতে না চান তবে '‘Not interested in this job’' এ ক্লিক করুন। ) এবার সরাসরি দেখুন, ১.সাইটটিতে প্রবেশ করা হলো।

২.ডানপাশের ব্যানারে ক্লিক করা হলো। ক্লিকের পর নিচের সাইটটি ওপেন হলো। ৩.MozyHome Try It Free ব্যানারে ক্লিক করা হলো। । এরপর নিচের পাতাটি ওপেন হবে।

৪.সব তথ্য পূরণ করার পর continue বাটনে ক্লিক করা হলো। এরপরে নিচের পেইজটি আসলো ৫.পরের পেইজটিও পূরণ করা হলো। ৬.আমাকে ওয়েলকাম জানানো হলো। আর বলা হল মেইল চেক করার জন্য। মেইলের কনফারমেশন লিঙ্কে ক্লিকের পরে আমি অন্য ট্যাবে ওপেন থাকা মাইক্রোওয়ার্কার্সের পেইজটি খুলে '‘I accept this job (a form will open below)’' এ ক্লিক করার পরে একটি বক্স ওপেন হলো।

৭.এরপর আমি আমার মেইল এড্রেস এবং মেইলের কপিকৃত অংশ(যা Worker চেয়েছে) বসিয়ে দিলাম। নিচের চিত্র দেখুন। ৮.'‘I confarm that I have completed this task’' লিঙ্ক এ ক্লিক করলাম। কাজটি সফলভাবে সম্পন্ন হলো। এরপর সাইটটির উপরে ভরাটকৃত অংশে ক্লিক করলে আমার কাজগুলোর বিস্তারিত খবর জানা যাবে।

আরেকটি কথা বলাই হলো না। সাইটটিতে রেজিস্ট্রেশনের সাথে সাথেই এক ডলার পেয়ে যাবেন ফ্রি। সেটিও বা হাতছাড়া করবেন কেনো? এখনই রেজিস্ট্রেশন করুন। আরেকটি কথা যদি আপনারা পুরো ব্লগটিকে একটি এম এস ওয়ার্ডের ফাইল হিসেবে পেতে চান তাহলে ডাউনলোড করুন এখান থেকে । আমার মূল ব্লগ দেখুন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।