আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে ঈদ শপিং

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। শপিং মলের পাশাপাশি দেশি ই-কমার্স সাইটগুলোও নতুন সাজে সেজেছে। হাট বাজার, একুশে, http://www.chorka.com,' target='_blank' >চরকা, http://www.muktobazaar.com,' target='_blank' >মুক্তবাজার, http://www.a2zgift.com' target='_blank' >এটুজেড, এবং ই-গ্রিটিংস বিডি সহ প্রায় অর্ধশত ই-কমার্স সাইটে বসেছে নতুন পণ্যের পসরা।

এসব সাইটে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের খেলনা, আইসক্রিম, চকোলেট, টেডিবিয়ার, বই, গাড়ি, মোবাইল ফোন, কম্পিউটার, বিভিন্ন ধরনের খাবার, ফুল, ঈদ কার্ড, হস্তশিল্প এবং মাছ-মাংস থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্য রয়েছে। ইফতারি নিয়েও এসব সাইটে থাকছে বিশেষ আয়োজন। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে এসব সাইট থেকে পণ্য কেনা যাবে। শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট http://www.a2zgift.com' target='_blank' >এটুজেড,র প্রধান নির্বাহী ফখরুল ইসলাম বলেন, 'ঈদ উপলক্ষে আমরা সাইটের ডিজাইনে নতুনত্ব এনেছি'। নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ বেশ কিছু পণ্যও বিক্রি শুরু করেছি।

এ সাইট থেকে যে কোনো পণ্য কিনলেই থাকছে তিন শতাংশ ছাড়। ' অনলাইনে অর্ডার করার পর সাইট কর্তৃপক্ষই ক্রেতার কাছে পণ্য পেঁৗছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। কোনো কোনো ই-কমার্স সাইট পণ্য পেঁৗছে দেওয়া বাবদ নির্দিষ্ট পরিমাণ খরচ নেয়। জেলাভেদে এতে তারতম্য হতে পারে। সাধারণত ১০ থেকে ২০ অফিস ঘণ্টার মধ্যেই পণ্য বাসায় পেঁৗছানোর ব্যবস্থা করা হয়।

তবে দূরের ক্ষেত্রে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফখরুল ইসলাম বলেন, আমরা বর্তমানে সারা দেশে বিনা মূল্যে পণ্য পেঁৗছে দিচ্ছি। বিভিন্ন জেলায় পণ্য পেঁৗছে দেওয়ার জন্য আমাদের রয়েছে নিজস্ব ব্যবস্থা রয়েছে। এ জন্য আমরা বাড়তি কোনো চার্জ নিই না। ' এখান থেকে পণ্য কেনার সময় লেনদেন প্রক্রিয়া যেহেতু অনলাইনে হবে, তাই ব্যবহারকারীকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

ই-কমার্স সাইট ডেভেলপার আক্বা টেকনোলজির প্রধান নির্বাহী সোহেল ইকবাল বলেন, 'অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই সাইটটির এসএসএল সার্টিফিকেট দেখে নিতে হবে। এ ছাড়া লক্ষ রাখতে হবে, ব্যবহারকারী যে ওয়েবপেইজে ক্রেডিট কার্ডের তথ্য দেবেন সে পেইজটি নিরাপদ কি না। সাধারণ ওয়েবসাইট এইচটিটিপি (http) বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল পদ্ধতিতে হলেও ক্রেডিট কার্ড লেনদেন হওয়া ওয়েবপেইজকে অবশ্যই এইচটিটিপিএস https বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউরড হতে হবে। ' সৌজন্যে কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।