আমাদের কথা খুঁজে নিন

   

২টি ওয়ারফেজ

নাল ভেক্টর

অবাক ভালোবাসা এই গান নিয়ে নতুন কিছু বলার নাই । জীবনের শোনা কয়েকটি সেরা গানগুলোর একটা থেকে যাবেই এটা । সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দূরের তারা রা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে আহা হা হা আহা হা................ সব বেদনা মুছে যাক স্থিরতায় হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে আহা হা হা আহা হা................ শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়........ অবাক ভালোবাসায়........ সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দূরের তারা রা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে আহা হা হা আহা হা................ সব কষ্ট বয়ে যাক সুখের ঝড় হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে আহা হা হা আহা হা................ শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়........ অবাক ভালোবাসায়........ সরাসরি লিঙ্ক বৃষ্টি নেমেছে বৃষ্টি দিনে একবার শুনেই দেখুন ভালো লাগবেই । বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায় বার বার শুধু ডাকে ফিরে আয় আয় আয় স্মৃতির দুয়ার খুলে আমি পায়ে চলেছি মেঠো পথে কাশবন আর ঐ নদীর বাঁকে আমি সুর করি ঐ মাছরাঙা পাখির রঙে আমি গান ধরি ঐ শিস দেয়া পাখির ডাকে স্মৃতির দুয়ার খুলে আমি শুয়ে আছি কোন বটতলে নিঝুম আকাশে তারার হাসি আমি সুর করি ঐ নিঝুম রাতের কোলে আমি গান ধরি ঐ জেগে থাকা তারার ভাষায় বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত সরাসরি লিঙ্ক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।