আমাদের কথা খুঁজে নিন

   

শোক,,শোক,,শোক,,শোক,,শোক----আমরা কি শোকাহত???

অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,

চারিদিকে শোকের কালো পতাকা। । রাজধানীর অলি-গলি'তে কালো রঙের ব্যানার, পোষ্টার, ফেস্টুনে ভরা। । আর, আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন এবং নানা নামের বিভিন্ন সংগঠনের শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন সভা-সেমিনার।

। কিন্তু আসলে কিসের শোক?? একটা জাতীয় শোক দিবস,,কিন্তু আমরা যারা সাধারন জনগণ তারা কি প্রকৃতপক্ষে শোকাহত?? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারী, পয়েলা বৈশাখ সহ বিভিন্ন জাতীয় দিবসে আমরা যেমন দলমত নির্বিশেষে এক হয়ে আনন্দ করি তেমন কি ১৫ আগস্ট?? আমরা আজো জানিনা কেন ঐ ১৫ আগস্ট। । । ইতিহাসের পিঠে ইতিহাস থাকে...কিন্তু একজন জাতির জনক - যে দেশটাকে স্বাধীন করে দিলো,,মাত্র সাড়ে ৩ বছরের ব্যবধানে কেন সে এতটা অজনপ্রিয় হয়ে উঠলো যে পুরো পরিবারসহ নিহত হলো?? আমাদের সঠিকভাবে সঠিক ইতিহাস না জানলে শোকাহত করানোটা সম্ভব নয়।

। রাস্তার দুই পাশে কালো পতাকা দেখেই আমরা শোকাহত হবোনা,,যতদিন না আমাদের হৃদয়ে কালো স্পট না পড়ে। । । আর এজন্য আমাদের সঠিক ইতিহাস জানাতে হবে।

। । তারপর আমরা জাতিগতভাবে শোকাহত হবো। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।