আমাদের কথা খুঁজে নিন

   

রমযানের শিক্ষা (আজকের পর্ব) :

মিথ্যার পতন সন্নিকটে..........

বিসমিল্লাহির রাহমানির রাহীম রমযানের গুরুত্বপূর্ণ ৩০ শিক্ষা : ২য় শিক্ষা : ক) রমযানের বৈশিষ্ট্য : ১. এমাসে বড় বড় শয়তানকে বেঁধে রাখা হয় ২. ক্ষুধা ও যন্ত্রণায় কাতরদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয় ৩. সবর ও ধৈর্যের ট্রেনিং পাওয়া যায় ৪. রোযার কারণে দেহের ও সমাজের বিভিন্ন ব্যাধি হ্রাস পায় ৫. ইফতার না করা পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে খ) রোযার ফযীলত/লাভ : ১. হক আদায় করে রোযা রাখলে গুনাহ মাফ হয়ে যায় ২. ইফতারের সময় দোয়া কবুল হয় ৩. রোযাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে খুবই প্রিয় ৪. রমযান মাসে একটি ফরযের সওয়াব ৭০টির সমান ৫. অন্য আমলের সওয়াব ১০-৭০০ গুণ৷ আর রোযার পুরস্কার আল্লাহ নিজে দেবেন৷ তাছাড়া, রোযাদারের সম্মানে বেহেশতে 'রাইয়ান' নামক দরজা খোলা রাখা হয়৷ গ) চিন্তার বিষয় : হাদীস থেকে জানা যায়, ফরয বাদ দিলে এবং হারাম কাজে জড়িত হলে রোযা রাখা শুধু ক্ষুধা, পিপাসা ও রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই নয়- অর্থাৎ তখন রোযার দ্বারা সওয়াব আশা করা যায় না৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.