আমাদের কথা খুঁজে নিন

   

সংগতি-অসঙ্গতি (রুদ্ররূপ-২)

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

(অাসিফ নজরুল-ফরহাদ মাজহার ও অাল মাহমুদদের প্রতি রুদ্ররূপ) আজ থেকে লিখবে তারাই যারা সত্যিকারের বিপ্লব চায়। ভালোবাসা দেখতে চায়, ভালোবাসা দিতে চায় - পেতে চায় লিখার অধিকার তাদেরই ছন্দের পাদপদ্যে থাকবে তাদের চলন সত্যিকারের গুরু হবেন তারাই। আর লিখবে তারাই, যারা কমী' দিনভর চিন্তামগ্ন থাকে আর বাস্তবেও তার প্রতফলন ঘটায়- সমাজের জন্যে,সমাজের মানুষের জন্যে, অত্যাচার আর শোষনের বিরুদ্ধে।

এইসব সব'হারা কিছুই চায়না বিনিময়ে না যশ- না খ্যাতি-না প্রতিপত্তি। অন্তরে অঙ্গার জ্বলে এদের যখন দেখে প্রিয় স্বদেশ নীতিহীনতায় ভেসে যাচ্ছে বান-খরা-সাইক্লোন এর চেয়েও ভয়াবহ হালের বুদ্ধিজীবিদের কথার তুবড়িতে। একবার, হে ভগবান খালি একবার ধরাধর কে দাও কাপিয়ে... এসব বুদ্ধিজীবিদের-আমলাদের-রাজনীতিবিদিদের জাত পাত ধুয়ে যাক, খালি একবার। কিংবা মূসা নবীর বন্যাই নামাও মানব নগরী ঢাকায় ঢাকা পড়ে যাক। যাক যাক-ঢাকা পড়ে গেরামের হাল ধরা বুড়োটার অধিকার হননের কষ্ট।

যাক ঢাকা পড়ে নগ্ন রক্তাক্ত দেহে পড়ে থাকা নাম না জানা তুরুনীর লাশ অথবা এত সব অসঙ্গতির মাঝে যাক ঢাকা পড়ে -আমার একখানা বিষাক্ত ব্যথ' কাব্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।